Advertisement
Advertisement

পেটের সমস্যার জন্য কোর্টে নামতেই পারলেন না নাদাল

দু'টি জয়ের ফলে ভারতের বিরুদ্ধে প্রথম দিনই ২-০-য় এগিয়ে গেল স্পেন৷

Nadal pulls out of opening tie due to stomach upset, spain lead by 2-0
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 16, 2016 9:47 pm
  • Updated:September 16, 2016 9:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর খেলা দেখার জন্যই দিল্লির আর কে খান্না স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন ভারতীয় টেনিসভক্তরা৷ কিন্তু শেষমেশ আর রাফায়েল নাদালের খেলা দেখা হল না৷ পেটের সমস্যার জন্য কোর্টেই নামতে পারলেন না তিনি৷

ভারতে পা রাখা ইস্তক রাজধানীর তীব্র গরম ভাবাচ্ছিল স্প্যানিশ টেনিসতারকাকে৷ এমনকী বৃহস্পতিবার প্র্যাকটিসের সময় রাগে নিজের ব়্যাকেটটিও ছুড়ে ফেলে দেন তিনি৷ মাথা ঠান্ডা করে শুক্রবার কোর্টে নামার সবরকম প্রস্তুতিই নিয়েছিলেন রাফা৷ কিন্তু পারলেন না৷ ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফে ভারতীয় রামকুমার রামানাথনের বিরুদ্ধে খেলার কথা ছিল তাঁর৷ কিন্তু পেটের সমস্যায় নাম তুলে নেন তিনি৷ ফলে আরেক স্প্যানিশ তারকা ফেলিসিয়ানো লোপেজের মুখোমুখি হতে হয় রামকুমারকে৷ নাদালের মতো শক্তিশালী তারকার বিরুদ্ধে খেলতে হল না ভারতীয় খেলোয়াড়কে৷ তা সত্ত্বেও সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না তিনি৷

Advertisement

জোর লড়াই করেও লোপেজের কাছে হারলেন রামকুমার৷ স্প্যানিশ তারকার পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৬-৪, ৩-৬, ৬-১৷ এদিনের অন্য ম্যাচেও হার ভারতের সাকেত মিনেনির৷ ডেভিড ফেরারের কাছে স্ট্রেট সেটে উড়ে গেলেন তিনি৷ ৬-১, ৬-২ সেটে জিতে ফেভরিটদের মতো শুরু করলেন ফেরার৷ দু’টি জয়ের ফলে ভারতের বিরুদ্ধে প্রথম দিনই ২-০-য় এগিয়ে গেল স্পেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ