Advertisement
Advertisement
Narendra Modi Cricket

আমেরিকায় ক্রিকেট কূটনীতি মোদির, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলুক বাইডেনের দেশ, চাইছেন প্রধানমন্ত্রী

জনপ্রিয় 'নাটু নাটু' গানের প্রসঙ্গও উল্লেখ করেন মোদি।

Narendra Modi hoped that US cricket team should qualify for ICC World Cup । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:June 23, 2023 12:25 pm
  • Updated:June 23, 2023 1:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা নৈশভোজে ক্রিকেট-কূটনীতি দিয়ে মার্কিনবাসীদের হৃদয় জিতে নেন ভারতের প্রধানমন্ত্রী। 

মার্কিন (US) সফরে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন মোদি। বৃহস্পতিবার নৈশভোজে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দলকে একবুক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে বসছে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে আমেরিকা অংশ নেবে, এমনটাই আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। মোদির শুভেচ্ছাবার্তায় আপ্লুত উপস্থিত দর্শকরা। মোদি বলেছেন, ”বেসবলের প্রতি ভালবাসা রয়েছে আমেরিকার। তবুও ক্রিকেট জনপ্রিয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকার ক্রিকেট দল ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যোগ্যতা পর্বের ম্যাচ খেলছে। আমার শুভেচ্ছা রইল।”

Advertisement

[আরও পড়ুন: ‘আমি যোদ্ধা, দরকার হলে ফের একই কাজ করব’, লাল কার্ড দেখা নিয়ে স্টিমাচের সাফাই]

 

Advertisement

রিপোর্ট অনুযায়ী, চারশো জনের বেশি অতিথি উপস্থিত ছিলেন নৈশভোজে। উল্লেখ্য, ২০০৮ সালে ভারতে আর্বিভাব ঘটে আইপিএলের। এই টুর্নামেন্ট জনপ্রিয় হয়ে ওঠার পরই মার্কিন যুক্তরাষ্ট্রেও ক্রিকেট বিস্তার লাভ করে। বেসবলের দেশে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে ক্রিকেট। ভারত ও পাকিস্তানে শিকড় যাঁদের, তাঁরাই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলছেন।

 

ক্রিকেট নিয়ে শুভেচ্ছা জানিয়ে মার্কিনবাসীদের কাছে টেনে নেওয়ার পরে মার্কিন সফরে মোদির মুখে শোনা গেল ‘আরআরআর’-এর জনপ্রিয় ‘নাটু নাটু’ গানের কথা। মোদি বলেছেন, ”যত দিন যাচ্ছে, ভারতীয় ও আমেরিকানরা একে অপরকে আরও ভালভাবে চিনছে, জানছেন। ভারতের বাচ্চারা হ্যালোইনে স্পাইডারম্যান সাজছে, আর আমেরিকার যুব সমাজও ‘নাটু নাটু’-র সুরে নাচছে। মোদির এই কথার পরে অতিথি-অভ্যাগতরা করতালি-হাসিতে ফেটে পড়েন।

[আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে অনিশ্চয়তা বাড়ল, এবার বিস্ফোরক বিবৃতি পাক বিদেশমন্ত্রকের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ