Advertisement
Advertisement

গুজরাত, রাজস্থান থেকে নতুন দল আসছে আই লিগে

আই লিগকে আর দুই-তিন রাজ্যের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছেন না ফেডারেশন কর্তারা৷

New soccer teams to enlist in I-league
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 11, 2016 4:21 pm
  • Updated:October 11, 2016 5:25 pm

স্টাফ রিপোর্টার: ধীরে ধীরে এক এক করে ভারতীয় ফুটবলের ঐতিহ্যশালী ক্লাবগুলো নাম তুলে নিচ্ছে আই লিগ থেকে৷ পাশাপাশি বেঙ্গালুরু এফসি, ডিএসকে শিবাজিয়ন্সের মতো ক্লাবেরও আবির্ভাব হয়েছে ভারতীয় ফুটবলে৷ তাই এবার যখন আই লিগ থেকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করল সালগাঁওকর, তখন ঘাবড়ে যাচ্ছেন না ফেডারেশন কর্তারা৷ সভাপতি প্রফুল্ল প্যাটেল জানিয়েছেন, বেশ কয়েকটি ভাল ফ্র্যাঞ্চাইজি আই লিগে খেলার জন্য আগ্রহ দেখাচ্ছে৷

সর্বভারতীয় লিগ হলেও এতদিন পর্যন্ত আই লিগ বাংলা আর গোয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল বলা যায়৷ আই লিগের বেশিরভাগ ক্লাবগুলিই হয় গোয়ার না হলে বাংলার৷ তার উপর ইদানীং গোয়ার ক্লাবগুলির নিজেদের খেলাতেও কোনও দর্শক মাঠে আসছিল না৷ এর বাইরে ছিটকে আসার মতো শুধু বেঙ্গালুরু এফসির সাফল্য৷ তাই ফেডারেশন সভাপতি খুব করে চাইছেন, আই লিগে না থাকা রাজ্যগুলি থেকে ক্লাব আসুক৷ তা হলেই আই লিগ আর দুই-তিন রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না৷

Advertisement

আই লিগ আক্ষরিক অর্থেই হয়ে উঠবে সর্বভারতীয় লিগ৷ তাই তা নিয়েই উদ্যোগ নিচ্ছেন তিনি৷ সঙ্গে সব রাজ্যে ফুটবল লিগ শুরু করা৷ যাতে ফুটবলটা সারা ভারতে ছড়িয়ে পড়ে৷ প্রফুল্ল প্যাটেল আশাবাদী, আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের সব রাজ্য থেকে ফেডারেশনের কোনও না কোনও লিগে ক্লাবগুলিকে খেলার সুযোগ করে দিতে পারবে৷

Advertisement

আই লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি চেয়ে ইতিমধ্যেই সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন৷ তবে ফেডারেশন সভাপতি নিজেই কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ব্যক্তিগত স্তরে কথা বলে রেখেছেন৷ যাতে ফেডারেশনের বিজ্ঞাপন দেখে তারা আবেদন করতে পারেন৷ কিন্তু আবেদন করলেই হবে না৷ ফেডারেশনের শর্তমতো পরিকাঠামো থাকলে তবেই সরাসরি আই লিগে খেলার সুযোগ পাবে ক্লাবগুলি৷ প্রফুল্ল প্যাটেল বলছেন, এর ফলে আই লিগ খেলা ক্লাবের সংখ্যা বাড়বে এবং পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ক্লাবগুলির পরিকাঠামোর উন্নতি হবে আর তাতে লাভ হবে ভারতীয় ফুটবলেরই৷ সেই কারণেই ফেডারেশনের ইচ্ছে, সম্পূর্ণ নতুন রাজ্য থেকে আই লিগে ক্লাব নিয়ে আসার৷

ফেডারেশন সূত্রে খবর, গুজরাত এবং রাজস্থান থেকে দুটি ফ্র্যাঞ্চাইজি ক্লাবকে আই লিগে নিয়ে আসার জন্য অনেকটা এগিয়ে গিয়েছেন প্রফুল্ল প্যাটেল৷ গুজরাত থেকে একটা নতুন দল আসতে পারে, অনেক দিন ধরেই ফেডারেশন দপ্তরে কান পাতলে শোনা যাচ্ছিল৷ এখন নতুন করে শোনা যাচ্ছে রাজস্থান থেকে নতুন ক্লাবের আসার কথাও৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহার ছেলে এই মুহূর্তে রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি৷ যাঁকে ফুটবলে নিয়ে এসেছেন প্রফুল্ল প্যাটেল নিজেই৷ তাই চাইছেন রাজস্থান থেকে একটি ক্লাবকে আই লিগে নিয়ে আসতে৷

আইপিএলের দল রাজস্থান রয়্যালসকে ঘিরে রাজস্থানে ক্রীড়াপ্রেমী মানুষরা রীতিমতো খেলাধুলো নিয়ে আগ্রহী হয়ে পড়েছিল৷ রাজস্থান রয়্যালস দলটা উঠে যেতেই ফেডারেশন কর্তাদের ভাবনা, যদি ফুটবলের একটা দল সেখান থেকে আসে, তাহলে রাজস্থানের মানুষদের সমর্থন পাওয়া যাবে৷ সেরকম চাইছেন গুজরাত থেকেও একটা দল নিয়ে আসতে৷ যাতে সেখান থেকেও ফুটবলের জোয়ার শুরু করা যায়৷ তাতে বাংলা, গোয়া, বেঙ্গালুরু, মুম্বই, পুণের বাইরেও ফুটবলটাকে ছড়িয়ে দেওয়া যায়৷ তাই সালগাঁওকর আই লিগ থেকে দল তুলে নেওয়ায় খুব একটা মাথা ঘামাচ্ছেন না ফেডারেশন কর্তারা৷ বরং তারা ভাবছেন, নতুন ফ্র্যাঞ্চাইজিগুলিকে কীভাবে ভারতীয় ফুটবলের মূল স্রোতে ঢুকিয়ে নেওয়া যায়৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ