Advertisement
Advertisement
Asian Games 2023

Asian Games: শুটিংয়ে ভারতের বিজয়রথ অব্যাহত, এবার সোনা জিতলেন সতেরোর কিশোরী

ওই একই বিভাগে রুপো জিতলেন ভারতের ঈশা সিং।

Asian Games: Asian Games: India's Palak-Esha Win Historic Gold-Silver In Shooting | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 29, 2023 10:14 am
  • Updated:September 29, 2023 11:07 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসের শুটিং সার্কিটে ভারতের জয়জয়কার। এবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা জিতলেন ১৭ বছর বয়সি পালক। ওই একই বিভাগে রুপো জিতলেন ভারতের ঈশা সিং। অর্থাৎ মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে প্রথম এবং দ্বিতীয় দুই স্থানই গেল ভারতের দখলে।

ষষ্ট দিন ভারতের প্রথম পদকটিও আসে এই পালক এবং ঈশা সিংদের হাত ধরেই। ১০ মিটার এয়ার পিস্তলসে মেয়েদের দল জেতে রুপোর পদক। সেই দলে ঈশা সিং এবং পালকের পাশাপাশি ছিলেন দিব্যা থাডিগল। ফাইনালে চিনের কাছে মাত্র ৫ পয়েন্টের ব্যবধানে হেরেছে ভারতের দল। দলগত রুপোর পর এবার ব্যক্তিগত ইভেন্টেও চমকে দিলেন ভারতের দুই শুটার। ১৭ বছর বয়সি পালক সোনা জিতলেন। আর ঈশা সিং জিতলেন রুপো। চলতি এশিয়াডে এটা ঈশার চতুর্থ পদক।

[আরও পড়ুন: শেষ মুহূর্তে ভাগ্যবদল, অক্ষরের পরিবর্তে বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে ঢুকলেন অশ্বিন]

এর বাইরে ভারত আরও একটি পদক এদিন জিতেছে টেনিসে পুরুষদের ডাবলস বিভাগে। ওই বিভাগে রুপো জিতেছেন সাকেত মিনেনি এবং রামকুমার রামনাথন। শুক্রবার সকালে একমাত্র দুঃসংবাদটি এসেছে ব্যাডমিন্টন থেকে। ব্যাডমিন্টনে ভারতের মেয়েদের দল কোরিয়ার কাছে হেরে ছিটকে গিয়েছে।

[আরও পড়ুন: চলে এল সন্তোষ ট্রফির সূচি, কাদের বিরুদ্ধে প্রাথমিক পর্বে নামবে রঞ্জন চৌধুরীর বাংলা?]

সার্বিকভাবে গেমসে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতের শুটিং টিম। এ পর্যন্ত শুটিংয়ে ৬টি সোনা-সহ মোট ১৭টি পদক এসেছে। এই মুহূর্তে এশিয়ান গেমসের পদক তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। এখনও পর্যন্ত ৮টি সোনা, ১০টি রূপো এবং ১১টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। ২০১৮ এশিয়াডে ১৬টি সোনা-সহ মোট ৭০টি পদক নিয়ে অষ্টম স্থানে শেষ করেছিল ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ