Advertisement
Advertisement
Annapurna peak

শেষ মুহূর্তের দুর্যোগ সামলেই অন্নপূর্ণা বিজয় এভারেস্টজয়ী পিয়ালীর

একের পর এক দুর্গম শৃঙ্গ জয় করছেন হুগলির মেয়ে।

Hooghly girl Piyali Basak successfully climbs Annapurna peak | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 18, 2023 12:59 pm
  • Updated:April 18, 2023 1:01 pm

দিব্যেন্দু মজুমদার, হুগলি: কথা ছিল, অক্সিজেন ছাড়াই পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা (Annapurna) জয় করবেন এভারেস্টজয়ী (Everest) চন্দননগরের পিয়ালী বসাক। সেইমতো যাত্রাও করেন। তথাকথিত ‘টেকনিক‌্যালি টাফ’ অন্নপূর্ণা জয় করা শক্ত জেনেও মনের জোর আর অদম‌্য জেদকে সম্বল করে অক্সিজেন ছাড়াই রওনা দেন এই বঙ্গতনয়া। তাতে বাধা এলেও মিলল সাফল‌্য। সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে দুর্গম পথ পেরিয়ে ৮,০৯১ মিটার উচ্চতায় অন্নপূর্ণার চূড়ায় পা রাখেন পিয়ালী (Piyali Basak)। তবে, পুরোপুরি অক্সিজেন ছাড়া সম্পূর্ণ হয়নি আরোহণ। একেবারে শেষ মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ সামলে অক্সিজেন নিয়ে শৃঙ্গজয় করেন পিয়ালী।

চন্দননগরের পিয়ালীর রক্তে রয়েছে পাহাড়ে চড়ার নেশা। সেই নেশার বশেই একের পর এক শৃঙ্গজয় করে চলেছেন তিনি।  ২০২২-এ অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়ের জন‌্য অভিযানে বেরিয়েছিলেন তিনি। প্রতিকূলতার মধ্য দিয়েও বিনা অক্সিজেনে এভারেস্টের চূড়ার প্রায় কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু আবহাওয়া প্রচণ্ড খারাপ থাকায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয়ের ১০০ মিটার আগে তাঁকে অক্সিজেন নিতে হয়েছিল।

[আরও পড়ুন: AI ব্যবহারের ফল, এবার পর্ন ছবিতে দেখা যেতে পারে আপনার মুখও! আশঙ্কা বিশেষজ্ঞদের]

এভারেস্ট জয় করার দু’দিন বাদেই তিনি লোৎসে জয় করেন। ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু জয় করেছিলেন পিয়ালী। ২০১৯ সালে পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরিতে অক্সিজেন ছাড়াই আরোহণ করেন পিয়ালী। এরপর গত ১৬ মার্চ অন্নপূর্ণা শৃঙ্গজয়ের উদ্দেশে ফের বেরিয়ে পড়েন।

Advertisement

দিদির শৃঙ্গজয়ের খবর বাড়িতে পৌঁছতেই খুশির হাওয়া বসাক পরিবারে।  পিয়ালীর বোন তমালি বসাক জানান, “রবিবার দিদির অন্নপূর্ণা শৃঙ্গে আরোহণ করার কথা ছিল। কিন্তু প্রচণ্ড হাওয়া চলতে থাকায় ফিরে আসতে বাধ্য হয়। রবিবার রাতে ফের অক্সিজেন নিয়ে অন্নপূর্ণার উদ্দেশে যাত্রা করে। সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে শৃঙ্গে আরোহণ করেছে।’’

Advertisement

[আরও পড়ুন: ‘বাবাকে দিল্লি নিয়ে যাওয়ার পিছনে বড় টাকার খেলা’, মুকুল উধাও কাণ্ডে ‘রহস্য’ দেখছেন শুভ্রাংশু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ