Advertisement
Advertisement
Asia Cup Hockey

ভারতে আসছে পাক দল! এশিয়া কাপ নিয়ে জট কাটার ইঙ্গিত ক্রীড়ামন্ত্রকের

পহেলগাঁও হামলার পর থেকে ভারতের ভিসা বন্ধ রয়েছে পাকিস্তানের জন্য।

India Sports Ministry likely to allow Pakistan for Asia Cup Hockey

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 3, 2025 4:44 pm
  • Updated:July 3, 2025 5:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কূটনৈতিক তিক্ততা সত্ত্বেও পাকিস্তানি দলকে ভারতে আসার অনুমতি দেওয়া হবে, এমনটাই জানা গেল ক্রীড়ামন্ত্রক সূত্রে। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ হকি খেলতে ভারতে আসবে পাকিস্তান টিম। এখনও এই বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, পাক দলের ভারতে আসার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

Advertisement

পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। দু’দেশের নাগরিকদের জন্য বন্ধ ভিসা। এহেন পরিস্থিতিতে সেপ্টেম্বরে ভারতে আয়োজিত হবে এশিয়া কাপ হকি। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বিহারের রাজগিরে। ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। আয়োজক দেশ ভারত ছাড়াও এশিয়া কাপের ১২তম সংস্করণে অংশ নেওয়ার কথা জাপান, কোরিয়া, চিন, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং পাকিস্তানের। আগামী বছর নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে বসতে চলেছে হকি বিশ্বকাপের আসর। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেই সরাসরি বিশ্বকাপে নামার ছাড়পত্র পেয়ে যাবে একটি দল।

দিনকয়েক আগেই নাম প্রকাশে অনিচ্ছুক হকি ইন্ডিয়ার এক কর্তা বলেন, “আমরা সরকারের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছে। কেন্দ্রের তরফে যা সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সেটাই পালন করব। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আমার মনে হয় না পাকিস্তানকে ভারতে খেলতে নামার অনুমতি দেওয়া হবে।” তখন থেকেই জল্পনা ছড়ায়, হয়তো পাক হকি দল আর ভারতে আসবে না। তাদের বাদ দিয়েই এশিয়া কাপ হবে।

কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সূত্রে খবর, ভারতে আসার অনুমতি দেওয়া হবে পাক দলকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, বিদেশমন্ত্রক, ক্রীড়ামন্ত্রক ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে। ক্রীড়ামন্ত্রকের কথায়, বহুদেশীয় টুর্নামেন্টে ভারতের মাটিতে এসে যেকোনও দেশ খেলতে পারে। রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ হলেও তারা নানা প্রতিযোগিতায় একে অপরের বিরুদ্ধে খেলে। আপত্তি কেবল পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে খেলা নিয়ে। ভারতে এসে খেলতে পাক হকি দলের কোনও সমস্যা নেই বলেও জানা গিয়েছে। তবে ক্রিকেটের এশিয়া কাপ নিয়ে এখনও জট কাটেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement