Advertisement
Advertisement
Indonesia Open 2023

বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস, ইন্দোনেশিয়া ওপেন জয় ভারতীয় জুটি সাত্বিক-চিরাগের

স্ট্রেট গেমে প্রতিপক্ষকে হারান ভারতীয়রা।

Indonesia Open 2023: Satwiksairaj Rankireddy-Chirag Shetty becomes champion | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 18, 2023 3:36 pm
  • Updated:July 23, 2023 2:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন সাত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন (Indonesia Open 2023) খেতাব ঘরে তুলল ভারতীয় শাটলার জুটি।

প্রথম ভারতীয় জুটি হিসেবে BWF (ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন) ১০০০ ইভেন্টে স্ট্রেট গেমে জিতলেন সাত্বিকসাইরাজ এবং চিরাগ। মাত্র ৪৩ মিনিটের লড়াইয়ে চিয়া ও উই ইককে ২১-১৭, ২১-১৮ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারতীয় তারকা জুটি। এর আগে বিশ্বচ্যাম্পিয়ন মালয়েশিয়ান এই জুটি আটবার মুখোমুখি হয়েছিল সাত্বিক ও চিরাগের। তবে তারকা দ্বয়ের কাছে বারবার পরাস্ত হন তাঁরা। অবশেষে সেই খরা কাটিয়ে নজির গড়ে ভারতের মুখ উজ্জ্বল করলেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: পিতৃদিবসে ভিডিও পোস্ট করে ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগানের? শোরগোল ময়দানে!]

ইন্দোনেশিয়া ওপেনের সেমিফাইনালের পুরুষ ডাবলসে কোরিয়ার ক্যাং মিন হুক এবং সিও সেউং জিকে ১৭-২১, ২১-১৯, ২১-১৮ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন সাত্বিকসাইরাজ ও চিরাগ। প্রথম কোনও ভারতীয় জুটি হিসেবে সুপার ১০০০ ইভেন্টের ফাইনালে ওঠার রেকর্ড গড়েন তাঁরা। আর ফাইনালেও বাজিমাত করলেন গতবছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ীরা।

Advertisement

উল্লেখ্য, গত এপ্রিলেই দীর্ঘ ৫৮ বছরের খরা কাটিয়ে এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা ঘরে তুলেছিল এই ভারতীয় জুটি। দুবাইয়ে তৈরি হয় নয়া ইতিহাস। রুদ্ধশ্বাস ফাইনালে মালয়েশিয়ান জুটি ইউ সিং এবং টেও এই ইকে হারিয়ে সোনা জেতেন সাত্বিকসাইরাজ এবং চিরাগ শেট্টি।

[আরও পড়ুন: গরমে বেঁকেছে রেললাইন! টের পেয়েই ট্রেন থামালেন লোকো পাইলট, অল্পের জন্য রক্ষা নীলাচল এক্সপ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ