Advertisement
Advertisement
Mohun Bagan

পিতৃদিবসে ভিডিও পোস্ট করে ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগানের? শোরগোল ময়দানে!

ভিডিওটির ক্যাপশন দেখে কী প্রতিক্রিয়া বাগান ভক্তদের?

Mohun Bagan posted special video on Father's Day | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 18, 2023 2:21 pm
  • Updated:June 18, 2023 2:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল যেন বাঙালির রক্তে। বাঙালির কাছে সব খেলার সেরা ফুটবলই। প্রজন্মের পর প্রজন্ম এই খেলার প্রতি ভালবাসা দেখিয়ে চলেছে নিঃশর্তভাবে। রবিবার পিতৃদিবসেও তাই উঠে এল ফুটবল প্রসঙ্গ। বাবা ও সন্তানদের একসঙ্গে ফুটবল খেলার কার্টুন পোস্ট করে পিতৃদিবসের শুভেচ্ছা জানাল মোহনবাগান। তবে মোহনবাগান সুপার জায়ান্টের টুইটার হ্যান্ডেল থেকে যে ভিডিওটি পোস্ট করা হয়েছে, তা নিয়েই হইচই শুরু হয়েছে।

এদিন ঠিক কী পোস্ট করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)? একটি ভিডিও, যেখানে গত ছয়টি আইএসএল ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সবক’টি গোলের মুহূর্ত ধরা পড়েছে। ক্যাপশনে লেখা, “পিতৃদিবসে আরাম করে বসে দেখুন আইএসএলে ছ’টি কলকাতা ডার্বিতে মোহনবাগানের জয়।” আর এতেই অনেকে মনে করছেন, এভাবেই ইস্টবেঙ্গলকে খোঁচা দেওয়া হয়েছে। কারণ গত ৬টি বড়ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখতে পায়নি লাল-হলুদ (East Bengal)। প্রতিবারই বাজিমাত করেছে মোহনবাগান।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যপাল পোশাকও কিনছেন সরকারি টাকায়! বিস্ফোরক অভিযোগ তুলে রাজভবনে অডিটের দাবি কুণালের]

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি। একদিকে মোহনবাগান সমর্থকরা যেমন এমন ভিডিও দেখে আনন্দে মেতেছেন, তেমনই ক্ষোভে ফেটে পড়েছেন লাল-হলুদ ভক্তরা। সবুজ-মেরুন সমর্থকরা খোঁচা দিয়ে বলতে ছাড়ছেন না, ফুটবলে বাবা কে, সেটা বোঝাতেই এই পোস্ট। তবে ইস্ট-মোহনের এমন আঁকচা-আঁকচি নতুন কিছু নয়। মাঠ হোক বা মাঠের বাইরে- দুই প্রধানের এহেন আদায়-কাঁচকলায় সম্পর্কই ময়দানে ফুটবলের উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়।

Advertisement

উল্লেখ্য, আইএসএলে গত ৬টি ডার্বিতে যেমন বিজয়ী মোহনবাগান, তেমনই গতবার সব দলকে পিছনে ফেলে চ্যাম্পিয়নও হয়েছে ফেরান্দো অ্যান্ড কোং। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদও। যার জন্য কোচ থেকে ফুটবলার, সকলকেই আগেভাগে সই করানো হচ্ছে।

[আরও পড়ুন: ‘কংগ্রেসের হাতের পুতুল’, এবার কুস্তিগিরদের তীব্র আক্রমণ ববিতা ফোগাটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ