Advertisement
Advertisement
Milkha Singh

রক্তে কমেছে অক্সিজেনের মাত্রা, ফের হাসপাতালে ভরতি কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং

ইতিমধ্যে তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Milkha Singh admitted to PGIMER with dipping oxygen level | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:June 4, 2021 8:55 am
  • Updated:June 4, 2021 1:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার চারদিনের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়লেন কিংবদন্তি মিলখা সিং (Milkha Singh)। পরিস্থিতি এতটাই গুরুতর যে, শেষপর্যন্ত তাঁকে আবারও হাসপাতালে ভরতি করতে হয়। রক্তে অক্সিজেনের পরিমাণ অনেকটা কমে যাওয়ায় বৃহস্পতিবার দুপুরে চণ্ডিগড়ের PGIMER হাসপাতালের ICU-তে ভরতি করা হয়েছে তাঁকে। হাসপাতাল এবং মিলখা সিংয়ের ছেলেকে উদ্ধৃত করে এমনটাই জানানো হয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে। যদিও তাঁর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল বলেই খবর। এদিকে, কোভিড পজিটিভ হওয়ায় তাঁর স্ত্রীও এখনও মোহালি হাসপাতালের আইসিইউতে ভরতি রয়েছেন।

গত ২০ মে কিংবদন্তি মিলখা সিংয়ের করোনা (COVID-19) আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। মিলখার বাড়ির দুই কাজের লোক করোনা সংক্রমিত হয়েছিলেন। তারপরই বাড়ির অন্যান্যদের টেস্ট নেগেটিভ এলেও, তাঁর রিপোর্ট পজিটিভ আসে। দিন কয়েক পর হঠাৎই তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। ফলে মিলখাকে হাসপাতালে ভরতি করতে হয়। এরপরই কোভিড পজিটিভ হয়ে একই হাসপাতালে ভরতি হন তাঁর স্ত্রী নির্মল কৌরও (Nirmal Kaur)। হাসপাতালের তরফে জানানো হয়, উভয়েরই কোভিড নিউমোনিয়ার চিকিৎসা চলছিল। এরপর মিলখার শারীরিক অবস্থা স্থিতিশীল দেখেই তাঁর ছেলে জিভ মিলখা সিং ও মেয়ে মোনা মিলখা সিং তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তাতে হাসপাতালের সবুজ সংকেতও মেলে। স্ত্রী হাসপাতালে থাকলেও বাড়ি ফেরেন মিলখা।

Advertisement

[আরও পড়ুন: আমিরশাহীতে বৈঠক সৌরভদের, আইপিএলের দ্বিতীয় পর্বের জন্য অনুমতি পেল BCCI]

কিন্তু বাড়ি ফিরলেও অক্সিজেন ও নিউট্রিশনাল সাপোর্টে ছিলেন মিলখা। তবে বৃহস্পতিবার আবারও তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। এরপরই তড়িঘড়ি তাঁকে চণ্ডিগড়ের PGIMER হাসপাতালে ভরতি করা হয়। হাসপাতালের মুখপাত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মিলখা সিংয়ের রক্তে অক্সিজেনের মাত্রা খুবই কম। তাঁকে আইসিইউতে ভরতি করতে হয়েছে। আপাতত স্থিতিশীল হলেও চিকিৎসকরা তাঁকে সর্বদা পর্যবেক্ষণে রেখেছেন। পরবর্তীতে, মিলখা সিংয়ের ছেলেও বাবার হাসপাতালে ভরতি হওয়ার কথা জানিয়ে দেন। অন্যদিকে, আবার মিলখা সিংয়ের স্ত্রীও এখনও পর্যন্ত হাসপাতালে ভরতি।

Advertisement

এদিকে, ইতিমধ্যে মিলখা সিংয়ের শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টোকিও অলিম্পিক শুরু হওয়ার আগেই তাঁর দ্রুত আরোগ্য কামনাও করেছেন।

 

[আরও পড়ুন: প্রতিযোগিতা শুরুর আগেই গোটা ভারতীয় দলকে ভ্যাকসিন, অলিম্পিকের প্রস্তুতি বৈঠকে নির্দেশ মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ