Advertisement
Advertisement

Breaking News

Milkha Singh

অনেকটাই স্থিতিশীল কোভিডে আক্রান্ত মিলখা সিং, কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

কোভিড আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভরতি ফ্লায়িং শিখের স্ত্রীও।

Milkha Singh and his wife are stable, recovering for COVID-19: hospital | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 29, 2021 10:49 am
  • Updated:May 29, 2021 10:49 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারণ ভাইরাসকে হার মানিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে ‘ফ্লায়িং শিখ’। আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল মিলখা সিং (Milkha Singh)। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তাঁর স্ত্রী নির্মল কৌরেরও। এমনটাই জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। শীঘ্রই হয়তো বাড়ি ফিরবেন বাবা-মা। আশায় বুক বেঁধেছেন ছেলে জিভ মিলখা সিং।

গত ২০ মে কিংবদন্তি মিলখা সিংয়ের করোনা (COVID-19) আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। মিলখার বাড়ির দুই কাজের লোক করোনা সংক্রমিত হয়েছিলেন। তারপরই বাড়ির অন্যান্যদের টেস্ট নেগেটিভ এলেও, তাঁর রিপোর্ট পজিটিভ আসে। যদিও তাতে বিন্দুমাত্র চিন্তিত হননি মিলখা। জানিয়েছিলেন, চিকিৎসকদের মতে তিনি তিন-চারদিনেই সেরে উঠবেন। “বুধবার বিকেলে জগিং করে বাড়ি ফেরার পরেই শুনি আমার রিপোর্ট পজিটিভ। কিছুটা অবাকই হয়ে যাই। কারণ আমার দেহে কোনও উপসর্গ নেই। সম্পূর্ণ সুস্থ রয়েছি। চিন্তা করার কোনও কারণ নেই। চিকিৎসকরা জানিয়েছেন, খুব দ্রুত ঠিক হয়ে যাব।” একথাই শোনা গিয়েছিল মিলখার গলায়। কিন্তু গত সোমবার হঠাৎই তাঁর রক্তে অক্সিজেন মাত্রা কমতে শুরু করে। ফলে তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়। এরপরই কোভিড পজিটিভ হয়ে গত বুধবার মোহালির হাসপাতালে ভরতি হন নির্মল কৌরও (Nirmal Kaur)। জানা গিয়েছিল, উভয়েরই কোভিড নিউমোনিয়ার চিকিৎসা চলছে। হাসপাতালের বুলেটিনে জানানো হয়েছে, দু’জনের শারীরিক অবস্থাই এখন স্থিতিশীল। উপসর্গও কমছে। আগের তুলনায় খিদেও বেড়েছে মিলখা সিংয়ের।

Advertisement

[আরও পড়ুন: সুশীলের কথাতেই কুস্তিগিরকে মারধর! বিস্ফোরক দাবি রানা হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্তর]

মিলখাপুত্র তথা বিখ্যাত গল্ফার জিভ মিলখা সিং বলছেন, “গত কয়েকদিন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে কেটেছে। বাবা-মা দুজনই অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তবে আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল। আমাদের বিশ্বাস, খুব তাড়াতাড়ি এই লড়াই জিতে ফিরবেন তাঁরা।”

Advertisement

বর্তমানে মিলখা সিং ও তাঁর স্ত্রী একই কেবিনে রয়েছেন বলে জানা গিয়েছে। ফ্লায়িং শিখ’ ও তাঁর স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন অগণিত অনুরাগী।

[আরও পড়ুন: করোনাই কাল! টোকিও অলিম্পিকে খেলার স্বপ্নভঙ্গ সাইনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ