BREAKING NEWS

১৩ মাঘ  ১৪২৯  শনিবার ২৮ জানুয়ারি ২০২৩ 

READ IN APP

Advertisement

দীর্ঘদিনের প্রেম বদলে যাচ্ছে পরিণয়ে, সাতপাকে বাঁধা পড়ছেন তারকা শুটার গগন নারাং

Published by: Sulaya Singha |    Posted: April 6, 2021 5:35 pm|    Updated: April 6, 2021 5:35 pm

Olympian shooters Gagan Narang to tie the knot with Annu Raj Singh | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ২০০২ সাল থেকে বন্ধুত্ব। তারপর ধীরে ধীরে বেড়েছিল সম্পর্কের গভীরতা। এবার সেই প্রেমই বদলে যাচ্ছে পরিণয়ে। বিয়ে করতে চলেছেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী তারকা শুটার গগন নারাং। পাত্রীও শুটারই। ২০১০ সালে কমনওয়েলথ গেমসে সোনা জয়ী তারকা অন্নু রাজ সিং (Annu Raj Singh)।

২০১২ লন্ডন অলিম্পিকে দুই তারকাই অংশ নিয়েছিলেন। যেখানে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন নারাং (Gagan Narang)। শুটিংয়ের মঞ্চ থেকে বিদায় নেওয়ার পর এবার নতুন জীবন শুরুর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ৩৭ বছরের পিস্তল শুটার অন্নুর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন। চলতি মাসেই হায়দরাবাদে বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। যদিও ঠিক কোন তারিখে বিয়ে, তা এখনও জানা যায়নি।

[আরও পড়ুন: আসন্ন আইপিএলে ধোনির সামনে তিনটি রেকর্ড গড়ার হাতছানি]

গত বছর অতিমারীর জেরে দেশজুড়ে লকডাউন ঘোষণার পর স্তব্ধ হয়ে গিয়েছিল ময়দান। সব ধরনের খেলা বন্ধ হয়েছিল। দিনের পর দিন ঘরবন্দি হয়েই সময় কেটেছে খেলোয়াড়দের। তখনই নাকি নতুন ইনিংস শুরুর সিদ্ধান্ত নিয়েছিলন অন্নু ও নারাং। কিন্তু করোনা আবহে বিয়ের আসর বসেনি। অর্জুনে সম্মানিত অন্নু জানান, “প্রায় গোটা বছর ধরেই নানা প্রতিযোগিতা থাকে। সেখানে অংশ নেওয়াটাও জরুরি। গগনও চান আমি যেন শুটিং থেকে ফোকাস নষ্ট না করি।” আবার অন্যদিকে নিজের অ্যাকাডেমি শুটিং নিয়ে ব্যস্ত গগন। তাই বিরতির খোঁজে ছিলেন দুই তারকা। অবশেষে সেই সময় এসেছে।

দেশের অন্যতম সেরা শুটার নারাং বলছেন, “সম্পর্ক দীর্ঘদিনের হলেও গত বছরের আগে বিয়ের কথা ভাবিনি। গত বছর লকডাউনের সময় শেষমেশ খেলার বাইরে কিছু ভাবার সুযোগ পেলাম। আমরা খেলার প্রতি একে অপরের ভালবাসাটা খুব ভাল বুঝি। পরস্পরের চড়াই-উতরাইরা কাছ থেকে দেখেছি। আর সেই জন্যই নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভাল। সেটাই বিয়ের সিদ্ধান্তটা নিতে আরও সাহায্য করল।”

[আরও পড়ুন: IPL শুরুর মুখেই করোনা আক্রান্ত ওয়াংখেড়ের আরও ৩ কর্মী, বাড়ছে উদ্বেগ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে