Advertisement
Advertisement
Paris Olympics 2024

আমনের পর আজ পদকের লক্ষ্যে নামছেন আরেক কুস্তিগির, নজর গল্ফেও

আজ বাড়বে ভারতের পদকের সংখ্যা?

Paris Olympics 2024 Day 15 India full schedule
Published by: Subhajit Mandal
  • Posted:August 10, 2024 9:34 am
  • Updated:August 10, 2024 9:34 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষলগ্নে প্যারিস অলিম্পিক। আর মাত্র একটা দিন। ভারতীয় দলের অধিকাংশ প্রতিযোগিতাও প্রায় শেষ। শনিবার ‘দ্য গ্রেটেস্ট শো অন’ আর্থের ১৫তম দিনে নামছেন ভারতের ৩ অ্যাথলিট।

অলিম্পিকে চলছে মহিলাদের গল্ফ। প্রতিনিধিত্ব করছেন ভারতের দুই গল্ফার অদিতি অশোক এবং দীক্ষা দাগার। চলতি বছর গল্ফে তেমন নজর কাড়তে পারেননি ভারতীয় অ্যাথলিটরা। শেষ দু রাউন্ডের আগের অদিতি এবং দীক্ষা রয়েছেন ৪০তম এবং ৪২তম স্থানে। ব্যক্তিগত স্ট্রোক প্লে বিভাগে আজ তাঁরা কোনও চমক দেখাতে পারেন কিনা সেটাই দেখার। অদিতি গত অলিম্পিকে চতুর্থ হয়েছিলেন। অল্পের জন্য হাতছাড়া হয় পদক।

Advertisement

[আরও পড়ুন: লেহরা দো… ভারতের ঝুলিতে আরও একটা পদক, কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন আমন]

২০০৮ সালের পর প্রতিটি অলিম্পিকে কুস্তি থেকে পদক এসেছে ভারতের ঝুলিতে। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার দরুন ভিনেশ ফোগাট যখন ছিটকে গেলেন, মনে হচ্ছিল এবার হয়তো কুস্তির ঝুলি শূন্য থাকবে। কিন্তু শেষবেলায় সেই শূন্যতা ঘুচিয়ে পদক এনে দিয়েছেন ২১ বছর বয়সি তরুণ কুস্তিগির আমন শেরাওয়াত। আরও আশা জাগিয়েছেন তিনি। শনিবার ভারতের হয়ে কুস্তিতে শেষ ভরসা হিসাবে নামছেন ঋতিকা হুডা। মহিলাদের ৭৬ কেজি বিভাগে আজ তাঁর প্রি-কোয়ার্টার ফাইনাল দুপুর ২:৩০ থেকে। জিতলে কোয়ার্টার ফাইনাল খেলতে নামবেন বিকেল ৪:২০ থেকে। এর পর তাঁর সেমিফাইনাল রাত ১০:২৫ থেকে।

Advertisement

[আরও পড়ুন: ‘বিষয়টিতে মানবিক স্পর্শ রয়েছে’, ভিনেশ কাণ্ডে মুখ খুললেন আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সভাপতি]

এর বাইরে ভারতীয় নজর থাকবে ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে। ভিনেশ ফোগাটের পদক পাওয়া নিয়ে আজও শুনানি রয়েছে। আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে আদালত। ভিনেশের রুপোর পদক পাওয়ার যে ক্ষীণ সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা বাস্তবায়িত হয় কিনা সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ