সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি অলিম্পিকের (Tokyo Olympics) চতুর্থ দিনটা বিশেষ ভাল গেল না ভারতীয় প্রতিযোগীদের। দিনের শুরুতে টেবিল টেনিসে শরথ কামাল জয় পেলেও আশা জাগিয়েও হতাশ করলেন মনিকা বাত্রা। এদিকে হকির পুল ম্যাচে জার্মানির কাছে পরাস্ত ভারতীয় মহিলা দল। একনজরে দেখে নেওয়া যাক চতুর্থ দিনে দেশের অ্যাথলিটদের ফলাফল।
ফেন্সিং: অলিম্পিকের ফেন্সিং ইভেন্টে দেশকে প্রথম জয় এনে ইতিহাস গড়েন ভবানী দেবী। যদিও শেষরক্ষা হয়নি। দ্বিতীয় ম্যাচে হেরেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন। শেষ ৩২ থেকেই বিদায় নিলেন তিনি।
[আরও পড়ুন: Tokyo-তে দুর্দান্ত সাফল্যের পুরস্কার, পুলিশের বড় পদে মীরাবাই চানু]
তীরন্দাজি: দক্ষিণ কোরিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হার পুরুষ তীরন্দাজি দলের।
টেবিল টেনিস: মহিলা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন সুতীর্থ মুখোপাধ্যায়। তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার সোফিয়া পোলকানোভার কাছে পরাস্ত হয়ে পদক জয়ের স্বপ্নভঙ্গ হল মনিকা বাত্রার।
ব্যাডমিন্টন: গ্রুপের একটি ম্যাচ খেলেই অলিম্পিকে এগোনোর আশা শেষ সাই প্রনীতের। গ্রুপের দ্বিতীয় ম্যাচে হারলেন শাটলার জুটি স্বস্তিক সাইরাজ এবং চিরাগ শেট্টিও। যদিও এখনও কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর সুযোগ রয়েছে তাঁদের।
শুটিং: পুরুষদের স্কিট ফাইনালসে কোয়ালিফাই করতে পারলেন না মাইরাজ খান ও অঙ্গদ বাজওয়া।
টেনিস: বিশ্বের ২ নম্বর তারকা ড্যানিলের কাছে হারলেন সুমিত নাগাল।
বক্সিং: বিকাশ কৃষ্ণণ ও মণীশ কৌশিকের পর আশিস কুমারও পরাস্ত হলেন শেষ ৩২-এর লড়াইয়ে।
[আরও পড়ুন: England সফর শেষ গিল-আভেশ-ওয়াশিংটনের, পরিবর্ত ঘোষণা করল BCCI, দলে ফিরছেন পন্থও]
সুইমিং: পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের সেমিফাইনালে পৌঁছতে পারলেন না সজন প্রকাশ। ৩৮ জনের মধ্যে ২৪ নম্বরে শেষ হল তাঁর সফর।
হকি: পুল এ-র দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে ২-০ গোলে পরাস্ত হলেন মহিলা ভারতীয় দল। যদিও এখনও এগিয়ে যাওয়ার সুযোগ পাবে দল।
Can’t spell Savior without ‘Savi’! 🥅😍
Despite #IND’s loss to #GER, keeper Savita Punia pulled off some aggressive saves today. #Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion | #Hockey pic.twitter.com/HWOnQ1IApq
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 26, 2021
মঙ্গলবার নজরে থাকবেন কুস্তিগির ভিনেশ ফোগাট।