Advertisement
Advertisement
Vinesh Phogat

বিয়ের সাত বছর পর সুখবর, মা হলেন ভিনেশ ফোগাট

পরিবার সূত্রের খবর, মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন।

Vinesh Phogat as star Indian Olympian becomes Mother
Published by: Subhajit Mandal
  • Posted:July 2, 2025 12:29 am
  • Updated:July 2, 2025 12:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের সাত বছর পর মা হলেন অলিম্পিয়ান তথা কংগ্রেস বিধায়ক ভিনেশ ফোগাট। মঙ্গলবার সকালে হরিয়ানার এক হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ভিনেশ। পরিবার সূত্রের খবর, মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন।

Advertisement

গত মার্চে ইনস্টাগ্রামে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন ভিনেশ। স্বামী সোমবীর রাঠীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, ‘আমাদের প্রেমকাহিনীতে একটি নতুন অধ্যায়।’ সঙ্গে একটি ছোট্ট পায়ের ইমোজি দেন। তখন থেকেই সুখবরের অপেক্ষায় ছিলেন ভিনেশের সমর্থক ও গুণমুগ্ধরা। উল্লেখ্য, ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন দুই কুস্তিগির। ৭ বছর পর তাঁদের সংসারে এল প্রথম সন্তান।

উল্লেখ্য, গত এক দেড় বছর বহু উত্থানপতনের মধ্যে দিয়ে গিয়েছে ভারতীয় কুস্তিগিরের। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন তিনি। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় তাঁকে ‘বাতিল’ করা হয়। তার পরই কুস্তি থেকে অবসর নেন। আবেগঘন বার্তায় লিখেছিলেন, ‘মা, কুস্তির কাছেই আমি হেরে গেলাম। ক্ষমা করো। তোমার স্বপ্ন, আমার সাহস সব ভেঙে গেল। আর শক্তি নেই আমার।’ ২০০১ সাল থেকে ২০২৪ পর্যন্ত কুস্তি লড়েছেন ভিনেশ। কিন্তু অলিম্পিক পদক অধরা থেকে গিয়েছে তাঁর।

অবশ্য লড়াই তার পর শেষ হয়নি। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে জুলানা বিধানসভায় লড়েছিলেন। ৬০১৫ ভোটে বিজেপির যোগেশ কুমার হারিয়ে বিধায়ক হয়েছিলেন ভিনেশ। তার পরপরই ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন তিনি। সোশাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, ‘আজও তোমার মধ্যে সাহস বেঁচে আছে। আজও তুমি বেঁচে আছো স্বপ্নপূরণের জন্য।’ এর সঙ্গে ভিনেশ অলিম্পিকের সময়কার ছবি দিয়েছিলেন। অনেকে ভেবেছিলেন, হয়তো আবার কুস্তিতে ফিরবেন ভিনেশ। তবে সেই সম্ভাবনা আপাতত নেই। আপাতত সংসারেই মন দিতে চান ভিনেশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement