Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli Rashid Latif

‘কোহলি অধিনায়ক থাকলে…’, নাম না করে রোহিত-দ্রাবিড়কে কটাক্ষ পাক প্রাক্তনের

এগিয়ে আসছে বিশ্বকাপ। মেগা ইভেন্টের জন্য টিম ইন্ডিয়া কি তৈরি?

Rashid Latif believes India would be in a better position for the World Cup had Kohli still been the skipper । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Krishanu Mazumder
  • Posted:August 17, 2023 6:26 pm
  • Updated:August 17, 2023 6:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস দুয়েক বাদেই বিশ্বকাপ। কিন্তু ভারতীয় দল কি পুরোদস্তুর তৈরি? পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার রশিদ লতিফ মনে করেন, বিরাট কোহলি অধিনায়ক থাকলে ভারত এতদিনে ভাল অবস্থায় থাকত। রশিদ লতিফ (Rashid Latif) আসলে কটাক্ষ করলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)।

নিজের ইউটিউব চ্যানেলে রশিদ লতিফ বলেছেন, ”অধিনায়ক হিসেবে বিরাট কোহলি যদি কাজ চালিয়ে যেত, তাহলে এই সময়ে বিশ্বকাপের জন্য পুরোদস্তুর তৈরি থাকত ভারত।” 

Advertisement

[আরও পড়ুন: ‘রোনাল্ডোর ছোঁয়ায় বদলে গিয়েছে সৌদি লিগ’, আল হিলালে সই করেই বলছেন নেইমার]

রশিদ লতিফ জানান, ভারতীয় দল পরীক্ষা নিরীক্ষা করেছে বেশি। ফলে এখনও দল হিসেবে গড়ে ওঠেনি। রশিদ লতিফ বলেন, ”বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট পরীক্ষা নিরীক্ষা করেছে। আমি যদি ওদের মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারের কথা বলি, তাহলে দেখা যাবে ৪ থেকে ৭ নম্বরের মধ্যে কোনও নতুন খেলোয়াড়কে থিতু হতে দেওয়া হয়নি। অত্যধিক পরিবর্তন করা হয়েছে।”

Advertisement

লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের মতো চোটগ্রস্ত সিনিয়র ক্রিকেটারের উপরে অত্যধিক নির্ভরতা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। রশিদ লতিফ বলছেন, ”লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন ঘটলে তা ভারতের জন্যই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।”

[আরও পড়ুন: ২৫ বেডরুমের প্রাসাদ, সুইমিং পুল থেকে প্রাইভেট জেট, কন্টিনেন্টাল জিটি! নেইমারকে কী কী সুবিধা দিচ্ছে আল হিলাল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ