Advertisement
Advertisement

রোনাল্ডো নেই, তাই ভিড় নেই রিয়াল মাদ্রিদের গ্যালারিতেও

দশ বছরের মধ্যে সর্বনিম্ন দর্শক রিয়াল ম্যাচে।

Real Madrid fan following dips after Cristiano Ronaldo’s exit
Published by: Subhajit Mandal
  • Posted:August 20, 2018 6:19 pm
  • Updated:August 20, 2018 6:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কিং অফ মাদ্রিদ, রোনাল্ডোকে অনেকেই একথা বলতেন রিয়ালে থাকাকালীন। বলাটাই স্বাভাবিক, কারণ কার্যত একার হাতে রিয়ালকে কত না ম্যাচ জিতিয়েছেন ক্রিশ্চিয়ানো। স্বাভাবিকভাবেই সমর্থকদের মনে একটা বিশেষ জায়গা আছে সিআর সেভেনের। রোনাল্ডো যখন রিয়াল ছাড়ার কথা ঘোষণা করলেন তখন অনেকেই বলছিলেন, লা লিগা আরও গরিব হল। সেকথা যে  একবর্ণও যে মিথ্যে বা বানিয়ে বলা নয়, প্রমাণ হল রোনাল্ডোহীন রিয়ালের প্রথম ম্যাচে।

[সদস্য গ্যালারিতে বসে মদ্যপান, দুই বহিরাগতকে নিয়ে হইচই মোহনবাগানে]

না জয় পেতে কোনও অসুবিধা হয়নি রিয়াল মাদ্রিদের। দুর্বল গেটাফের বিরুদ্ধে হেসে খেলে জয় বলতে যা বোঝায়, সেটাই হল। রিয়াল মাদ্রিদ বুঝিয়ে দিল জিনেদিন জিদান বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো কোচ বা ফুটবলার না থাকলেও তাদের কোনও সমস্যা হবে না। গেটাফের বিরুদ্ধে প্রায় বিনা লড়াইতেই ম্যাচ জিতে নিল রিয়াল। ম্যাচের ২০ মিনিটে প্রথম গোল করেন রাইট-ব্যাক ড্যানি কার্ভাহাল। বিরতির পরে রিয়ালের জয় নিশ্চিত করে দেন গ্যারেথ বেল। দলের পারফরম্যান্সও ছিল নজর কাড়ার মতো।

Advertisement

[বিশ্বের প্রথম রূপান্তরকামী রেফারি হিসেবে ফুটবল ম্যাচের পরিচালনায় লুসি]

কিন্তু গোল বাধল অন্য জায়গায়। নতুন কোচ, নতুন মরশুমের প্রথম ম্যাচে, দলে যোগ দিয়েছেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভ জয়ী গোলকিপার কুর্তোয়া। তাই বের্নাবেউয়ের স্টেডিয়াম কানায় কানায় ভরে যাবে এটাই প্রত্যাশিত ছিল। কিন্তু হল ঠিক তাঁর উলটোটা। স্টেডিয়াম ভরা তো দূর কি বাত, উলটে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন দর্শক সংখ্যার রেকর্ড করল রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড। বের্নাবেউয়ের গ্যালারিতে নজর রাখলে অনেক জায়গায় দেখা যাচ্ছিল শুধু ফাঁকা চেয়ার। সরকারি হিসেব বলছে, রবিবার রাতে লা-লিগা মরশুমের প্রথম ম্যাচ দেখতে রিয়াল গ্যালারিতে হাজির হয়েছিলেন মোটে ৪৮ হাজার ৪৬৬ জন। আমাদের দেশের নিরিখে এই সংখ্যাটা বেশ ভাল মনে হলেও মাদ্রিদের নিরিখে এটা সত্যিই কম। শেষবার এর চেয়ে কম দর্শক রিয়ালের খেলায় হয়েছিল ২০০৮ সালে। বিশেষজ্ঞরা মনে করছেন, রোনাল্ডো রিয়াল ছাড়ারই খেসারত দিতে হচ্ছে ক্লাবকে। এই মরশুমে ভারতীয় উপমহাদেশে কোনও টিভি চ্যানেল লা লিগার স্বত্ত্ব কেনেনি। এর কারণ হিসেবেও অনেকে রোনাল্ডোর না থাকাকেই দায়ী করছেন। যদিও, ফেসবুকের সঙ্গে মোটা টাকায় খেলা সম্প্রচারের চুক্তি করেছে লা লিগা কর্তৃপক্ষ তাতেও তাদের লোকসান হবে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ