BREAKING NEWS

১২  আষাঢ়  ১৪২৯  সোমবার ২৭ জুন ২০২২ 

READ IN APP

Advertisement

Advertisement

নিজের ছোট্ট ফ্যানের সঙ্গে তোলা ছবি শেয়ার করলেন শচীন

Published by: Sangbad Pratidin Digital |    Posted: February 14, 2017 10:44 am|    Updated: February 14, 2017 10:44 am

Sachin Tendulkar shares pic with a little angel

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েকদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে দশম আইপিএলের নিলাম। তারপরেই ‘আইপিএল-১০’-এর ঢাকে কাঠি পড়ে যাবে। তবে এর মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে চাপিয়ে ফেলেছেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পড়ে প্রাক্তন সতীর্থ হরভজন সিংয়ের মেয়ে হিনায়া হিরের সঙ্গেও খুনসুটিতে মাতলেন তিনি। এমনকী হিনায়ার সঙ্গে সেই মুহূর্তের ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্টও করেন শচীন। লেখেন, ‘ছোট হিনায়ার সঙ্গে খুব মজা করলাম।’

শুধু শচীন নন, হিনায়ার সঙ্গে মাস্টার ব্লাস্টারের ছবি টুইট করেছেন হরভজনের স্ত্রী গীতা বসরাও। তিনি লেখেন, ‘লিটল মাস্টারের লিটল ফ্যান।’

হরভজন সিং এবং শচীনের সম্পর্ক এমনিতেই অনেক গভীর। দু’জনে যেমন ভারতের হয়ে একসঙ্গে বহু ম্যাচ খেলেছেন। এমনকী আইপিএলেও একসঙ্গে খেলেছেন দু’জনে। শুধু তাই নয়, গত বছর হরভজনের বিয়েতেও উপস্থিত ছিলেন শচীন।

(প্রেম দিবসের চমক ২০০০ টাকার নোটে সাজানো গাড়ি, গ্রেপ্তার প্রেমিক)

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে