Advertisement
Advertisement

Breaking News

সিন্ধুর সম্মানে অভিনব উদ্যোগ উবেরের, রেস্তোরাঁয় বিনামূল্যে পিৎজা

উবের বা পিৎজা হাটের মতোই গোটা দেশ যে আজ মনে মনে একটাই কথা বলছে-হ্যাটস অফ সিন্ধু৷

Uber And pizza Hut celebrates sindhu's success in innovative way
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 20, 2016 7:29 pm
  • Updated:July 13, 2018 6:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশকে বিরল সম্মান এনে দিয়েছেন তিনি৷ ওলিম্পিকের আসর থেকে প্রথম কোনও মহিলা হিসেবে এনে দিয়েছেন রূপোর পদক৷ শুধু কি তাই! যে দেশ ক্রিকেট মদে বুঁদ, সেখানে তিনি সারা দেশবাসীর নজর ঘুরিয়ে দিয়েছেন ব়্যাকেটে-শাটলে৷ আর সেই শাটল কক দিয়েই তাঁকে সম্মান জানাল উবের৷

সিন্ধুর সম্মানে উবেরের ক্যাব চিহ্ন আজ বদলে গিয়েছে শাটল ককে৷ সাধারণত কোনও লোকেশন থেকে উবের বুক করলে ক্যাবের চিহ্ন দেখায়৷ কোন রাস্তা দিয়েছে সেটি আসছে, কোথায় পৌঁছচ্ছে তা ওই ক্যাবের চিহ্ন দিয়েই বোঝা যায়৷ এদিন সিন্ধুর খাতিরে তা বদলে গিয়েছে শাটল ককে৷ কেন ওই পদক্ষেপ? উবেরের তরফে জানানো হয়েছে, ‘সিন্ধু শুধু রূপোই জেতেননি, একটা গোটা দেশকে স্বপ্ন দেখতে শিখিয়েছে৷ আর তাই আমরা এই মুহূর্তটিকে সেলিব্রেট করেছি৷’ প্রথমে দেখে অনেকেই হকচকিয়ে গিয়েছিলেন৷ উবের কি বদলে গেল? কিন্তু পরক্ষণেই সকলে বুঝতে পেরেছেন কাল যে দেশ সিন্ধু সভ্যতার নয়া অধ্যায়ের সূচনা হয়েছে৷

Advertisement

সিন্ধুর এই সাফল্যকে সেলিব্রেট করছে গোটা দেশ৷ পিৎজা হাটের তরফ থেকেও সিন্ধুকে সম্মান জানানো হয়েছে অভিনব কায়দায়৷ এদিন সিন্ধু নামের সমস্ত ক্রেতাকে বিনামূল্যে পিৎজা দিচ্ছে সংস্থাটি৷ সংস্থার তরফ থেকে ম্যানেজিং ডিরেক্টর উন্নত ভার্মা জানিয়েছেন, সিন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেই এই ছোট্ট প্রয়াস৷ উবের বা পিৎজাহাটের মতোই গোটা দেশ যে আজ মনে মনে একটাই কথা বলছে-হ্যাটস অফ সিন্ধু৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ