Advertisement
Advertisement

Breaking News

বিরাটের জয়ের খিদেটা এখনও মেটেনি: ভিভ

বছর দুয়েক আগে অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব নিয়ে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন দিল্লির তরুণ তুর্কি৷ নেতা হিসেবে একহাতে দলকে সামলেছেন৷

Viv Richards on virat kohli and team india
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2016 4:02 pm
  • Updated:July 20, 2016 6:45 pm

দেবাশিস সেন, অ্যান্টিগা: বিরাট কোহলি বাইশ গজে নামলে টিভির পর্দায় চোখ রাখতে সচরাচর মিস করেন না ভিভ রিচার্ডস৷ ভারতীয় টেস্ট অধিনায়কের আগ্রাসী মনোভাবটা বেশ পছন্দ তাঁর৷ তবে বিরাটবাহিনীর বিরুদ্ধে তাঁর দেশও যে জোর লড়াই দেবে, এবিষয়ে আত্মবিশ্বাসী কিংবদন্তি ব্যাটসম্যান৷

বছর দুয়েক আগে অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব নিয়ে সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন দিল্লির তরুণ তুর্কি৷ নেতা হিসেবে একহাতে দলকে সামলেছেন৷ আবার তাঁর চওড়া ব্যাটেই চাপের মুখ বেরিয়ে এসেছে দল৷ কিংবদন্তি ক্যারিবিয়ানের মুখ থেকে তাই আগেও কোহলির পারফরম্যান্সের প্রশংসা শোনা গিয়েছে৷ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে ফের কোহলির প্রশংসা করলেন তিনি৷ নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে দাঁড়িয়ে ভিভ বলেন, “অনেক বছর ধরে ওর খেলা দেখছি৷ আসলে যেসব ক্রিকেটাররা খেলার মাঠে আগ্রাসী হয়, যারা বিপক্ষের যে কোনও আক্রমণকে কড়া হাতে রুখে দিতে পারে, তাদের আমি খুব পছন্দ করি৷ ইতিমধ্যেই ক্রিকেট কেরিয়ারে অনেকগুলো সাফল্য পেয়ে গিয়েছে কোহলি৷ তা সত্ত্বেও নিজেকে প্রমাণ করার খিদেটা এখনও মেটেনি৷ ওর এই বিষয়টাই দারুণ লাগে৷”

Advertisement

DSC03179

Advertisement

ছবি: প্রতিবেদক

অন্য দেশের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অনেক ক্রিকেটারের বেশ খানিকটা সময় লেগে যায়৷ ভিভের পর্যবেক্ষণ বলছে, এদিক থেকেও এগিয়ে বিরাট৷ “বিরাট, এবি ডেভিলিয়ার্স বা ডেভিড ওয়ার্নারদের দেখুন৷ বিশ্বের যে কোনও জায়গায় যে কোনও ফরম্যাটে ওরা দ্রুত মানিয়ে নিতে পারে৷ এই ব্যাপারটাই বাকিদের থেকে ওদের আলাদা করে দেয়৷” বলছিলেন ভিভ৷

বিরাট ও টিম ইন্ডিয়া নিয়ে ভাল ভাল কথা বললেও ভিভ কিন্তু মনে করিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না৷ তাঁর বিশ্বাস, ঘরের মাটিতে বিরাটদের কড়া টক্কর দেবেন জেসন হোল্ডাররা৷ বিশেষ করে বাউন্সি উইকেটে বোলাররা বেশি সুবিধা পাবেন বলে মনে করছেন প্রাক্তন ক্যারিবিয়ান অধিনায়ক৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা ১৪ বছরের জয়কে ধরে রাখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়াও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ