দেবাশিস সেন, বিশাখাপত্তনম: ভারত সরকার এবং বোর্ড যা সিদ্ধান্ত নেবে তাই শিরোধার্য। পুলওয়ামা পরবর্তী পরিস্থিতিতে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে একথাই জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে এবং টি-২০ সিরিজ শুরু হচ্ছে। আগামিকাল, রবিবার প্রথম টি-২০ ম্যাচ। তার আগে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন বিরাট। তিনি জানিয়েছেন, ‘গোটা ভারতীয় দলের পক্ষ থেকে পুলওয়ামা হামলায় শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। একসঙ্গে বিস্মিত এবং শোকাহত এই ঘটনায়। দেশ এবং বিসিসিআই যা সিদ্ধান্ত নেবে আমরা তা মানব। সেটাই আমাদেরও মতামত হবে। তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমাদেরও একই অবস্থান হবে।’
প্রসঙ্গত, শুক্রবার বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাই বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আমাদের কথা ইতিমধ্যেই আইসিসিকে জানিয়েছি। বিশ্বকাপের এই ম্যাচ নিয়ে দেশের সরকারের সঙ্গেও আমাদের কথা চলছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া না হলেও বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটির বৈঠকে আলোচনা হয়েছে, ব্যক্তিগতভাবে আইসিসি-এর কাছে জঙ্গিদের মদতদাতা কোনও দেশের সঙ্গে খেলা না ফেলতে অনুরোধ করা হবে। উল্লেখ্য, পুলওয়ামার অবন্তিপোরায় জঙ্গি হামলার ফলে ৪৯ জন জওয়ানের শহিদ হওয়ার পরেই জুনের ১৬ তারিখ ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ বয়কটের দাবি ওঠে দেশজুড়ে। শুক্রবার বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও এখনই এনিয়ে তাদের অবস্থান স্পষ্ট করা হয়নি।
[আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে অর্থসাহায্যের সিদ্ধান্ত শহিদদের পরিবারকে]
সূত্রের খবর, বিসিসিআইয়ের প্রশাসনিক কমিটির পক্ষ থেকে পাকিস্তানকে ৩০ মে থেকে শুরু হতে চলা ক্রিকেট বিশ্বকাপে অংশ না নিতে দেওয়ার অনুরোধ করা হবে। যদিও আইসিসি-র নিয়ম অনুযায়ী একটি দেশ অন্য একটি দেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আবেদন করতে পারে না।