Advertisement
Advertisement
Wrestler Prtotest

বজরংয়ের পর এবার পদ্মশ্রী ফেরাচ্ছেন বধির কুস্তিগির বীরেন্দ্র সিং

কুস্তিগিরদের প্রতিবাদ চলছেই।

Wrestler Virender Singh has decided to return his Padma Shri to the government of India against Brijbhushan Singh। Sangbad Pratidin

পদ্মশ্রী ফেরাচ্ছেন বধির কুস্তিগির বীরেন্দ্র সিং। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 23, 2023 2:11 pm
  • Updated:December 23, 2023 2:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মা-বোনেদের সম্মান রক্ষার জন্য পদ্ম পুরস্কার ফেরাতে তৈরি বলে জানালেন দেশের তারকা কুস্তিগির বীরেন্দ্র সিং যাদব (Virender Singh Yadav)। মুক ও বধির কুস্তিগির বীরেন্দ্র পদ্মশ্রী (Padma Shri Award) সম্মানে ভূষিত। বধির কুস্তিতে বিশ্বমঞ্চে বহু খেতাব জিতেছেন বীরেন্দ্র। কিন্তু বজরং পুনিয়ার ((Bajrang Punia) মত তিনিও পদ্মশ্রী ফেরচ্ছেন।

দেশের কিছু মহিলা কুস্তিগীরদের (Wrestler Prtotest) বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠা বিজেপি সংসদ তথা ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) ঘনিষ্ঠ সঞ্জয় সিং দেশের কুস্তি ফেডারেশনের প্রধান হওয়ার প্রতিবাদে অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক খেলা ছেড়েছেন। পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিয়েছেন অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া। এবার সেই তালিকায় নাম লেখালেন বীরেন্দ্র সিং।

Advertisement

[আরও পড়ুন: সাক্ষীর পর এবার প্রতিবাদী বজরং, ব্রিজভূষণ ঘনিষ্ঠ নির্বাচন জিততেই ফেরালেন পদ্মশ্রী]

Advertisement

 

এর আগে পদ্মশ্রী ফিরিয়েছিলেন বজরং। ক্ষোভে ফুঁসতে থাকা বজরং নিজের X হ্যান্ডেলে লিখেছেন, ‘আমরা সত্যের জন্য লড়াই করছিলাম। মহিলাদের সম্মানের জন্য লড়াই করছিলাম। আমরা সক্রিয় অ্যাথলিট। দেশের জন্য পদক জয়ই আমাদের কাছে প্রাধান্য পায়। আমি মনে করি না মেয়েরা সুবিচার পাবে কারণ সিস্টেমই সেরকম নয়। মহিলাদের ভেঙে ফেলার চেষ্টা করা হয়। বিচারব্যবস্থায় আমাদের এখনও আস্থা রয়েছে। তবে সরকার কথা রাখেনি। তাই পদ্মশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফেরত দিলাম।’

২০১৯ সালে বজরং পদ্মশ্রী পান। তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে তিনি পদ্মশ্রী নেন। তাঁর সঙ্গে পদ্মশ্রী পান অচন্ত শরৎ কমল, কবাডি খেলোয়াড় অজয় ঠাকুর ও দাবাড়ু দ্রোণাবল্লী হারিকা। বজরং ২০১৮ সালে কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। তিনি সেই বছরই ৬৫ কেজি বিভাগে বিশ্ব তালিকায় শীর্ষে ওঠেন তিনি। তাঁর এই সাফল্যের জন্য তাঁকে পদ্মশ্রী দেওয়া হয়। তবে এবার সেই পদ্ম সম্মান ফিরিয়ে দিলেন তিনি।

ব্রিজভূষণের অপসারণের দাবি জানিয়ে সবথেকে বেশি সরব ছিলেন যেই কুস্তিগিররা তাঁদের মধ্যে প্রথম সারিতে ছিলেন বজরং। যন্তরমন্তরে ধরনা দেওয়া হোক বা নতুন পার্লামেন্ট ভবন অভিযান হোক সবকিছুতেই আগে ছিলেন তিনি। তাঁকে পুলিশ আটক করেছিল। তিনিও বাকিদের মতো হরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জনের হুঁশিয়ারি দিয়েছিলেন। সেবার তাঁদের কথা শোনায় তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এবার আর পিছু হঠলেন না। কুস্তি ফেডারেশনের মাথায় ব্রিজভূষণ ঘনিষ্ঠের বসার প্রতিবাদে তিনি ছেড়ে দিলেন পদ্মশ্রী। আগেই কুস্তিকে বিদায় জানিয়েছিলেন সাক্ষী মালিক। আর এবার সেই তালিকায় নাম লেখালেন আর এক কুস্তিগির বীরেন্দ্র।

[আরও পড়ুন: মোদির কাছে যেতে বাধা, ফুটপাতে পদ্মশ্রী রেখে এলেন বজরং, সরব প্রিয়াঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ