Advertisement
Advertisement

Breaking News

অশান্ত কাশ্মীরে রাজনাথ, সেনা-জনতা সংঘর্ষে মৃত আরও ১

কাশ্মীরে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

A youth on Wednesday died in fresh clashes between protestors and security forces in Pulwama
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 24, 2016 5:35 pm
  • Updated:August 24, 2016 5:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার অশান্ত কাশ্মীর উপত্যকা সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তাঁর সফরের মধ্যেই এদিন নতুন করে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষে আরও এক যুবকের মৃত্যু হয়েছে৷ এই নিয়ে অশান্ত কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৬৷

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আমির বশির৷ পুলিশের বিরুদ্ধে ইটবৃষ্টি করার সময় পেলেট গানের গুলিতে আহত হয় সে৷ তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশই৷ হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ডাক্তাররা৷ তার বাড়ি পুলওয়ামা জেলার পোহু গ্রামে৷ বুধবার সকাল থেকেই ওই গ্রামে সেনা-পুলিশের বিরুদ্ধে নতুন করে ইটবৃষ্টি শুরু করেছে বিক্ষোভকারীরা৷ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে৷

Advertisement

অনন্তনাগে সেনার গুলিতে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর ৯ জুলাই থেকে অশান্ত কাশ্মীর উপত্যকা৷ ৬৬ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়ে হাসপাতালে ভর্তি কয়েক হাজার মানুষ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ কাশ্মীর সফরে গিয়েছেন৷ দু’দিনের সফরে তাঁর সঙ্গে সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রসচিব রাজীব মহর্ষি৷ কাশ্মীরে সর্বদলীয় বৈঠকের আহ্বান করেছেন তিনি৷ একটি টুইট করে জানিয়েছেন, “আমি নেহেরু গেস্ট হাউসে রয়েছি৷ যারা কাশ্মীরি, মানবতা ও গণতন্ত্রে বিশ্বাসী, তাঁরা আসুন৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ