BREAKING NEWS

৪ আশ্বিন  ১৪২৭  সোমবার ২১ সেপ্টেম্বর ২০২০ 

Advertisement

কাশ্মীরে মসজিদ থেকে দেশবিরোধী স্লোগান দেওয়া রুখল সেনা

Published by: Sangbad Pratidin Digital |    Posted: August 13, 2016 2:52 pm|    Updated: August 13, 2016 3:10 pm

An Images

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মসজিদের লাউডস্পিকার থেকে দেওয়া হচ্ছিল দেশবিরোধী স্লোগান৷ ভেসে আসছিল দেশবিরোধী গানও৷ কাশ্মীরের এক মসজিদে এতটাই প্রকাশ্যে দেশবিরোধী কার্যকলাপ দেখে পদক্ষেপ নিতে বাধ্য হল ভারতীয় সেনা৷

কাশ্মীরে বিছিন্নতাবাদী কার্যকলাপ যে কী মাত্রায় পৌঁছেছে এ ঘটনা যেন তারই নমুনা৷ স্থানীয় সূত্রের খবর, কাশ্মীরের মনিজম এলাকার এক মসজিদে ভোর ভোর কিছু যুবক প্রবেশ করে৷ তারপর মসজিদের লাউডস্পিকার ব্যবহার করে দেশবিরোধী স্লোগান দিতে শুরু করে৷ আজাদ কাশ্মীরই তাদের দাবি, এই মর্মেই স্লোগান দেওয়া হচ্ছিল৷ এমনকী দেশবিরোধী গানও গাওয়া হয়৷ বেশ কিছুক্ষণ ধরে এ ধরনের কাজ চলায় শেষমেশ ধৈর্যের বাঁধ ভাঙে সেনার৷ বাধ্য হয়েই মসজিদের ভিতর প্রবেশ করে সেনা৷ লাউডস্পিকার ভেঙে দিয়ে দেশবিরোধী স্লোগান দেওয়া রুখে দিল তাঁরা৷ কিন্তু এহেন কাণ্ডে অভিযুক্ত যুবকদের আটকাতে গেলে স্থানীয় বেশ কিছু মানুষ এসে বাধা দেওয়ার চেষ্টা করেন৷ তখন সেনার সঙ্গে তাঁদের একরকম খণ্ডযুদ্ধ বাধে৷ ঘটনায় আহত হন বেশ কয়েকজন৷

কাশ্মীরে বিছিন্নতাবাদী কার্যকলাপ নিয়ে চিন্তিত প্রশাসন৷ তবে তা যে কতটা লাগামছাড়া এ ঘটনাই তারই প্রমাণ দিল৷ এদিকে এই ধরনের কার্যকলাপের পিছনে আইসিস জঙ্গিদেরও হাত আছে বলে মনে করছে বিজেপির এক সহযোগী দল৷ মসজিদকে দেশবিরোধী স্লোগান দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করার নমুমা দেখে সে আশঙ্কাই দৃঢ় হচ্ছে বিভিন্ন মহলে৷

 কাশ্মীর সংক্রান্ত আরও খবর:

কাশ্মীরে অশান্তির পিছনে ইসলামিক স্টেট

পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ, পাল্টা তোপ প্রধানমন্ত্রীর

‘কাশ্মীর নিয়ে পাকিস্তান বলার কে’

কাশ্মীর ইস্যুতে সুর নরম পাকিস্তানের

পাক অধিকৃত কাশ্মীরে উঠল পাক বিরোধী স্লোগান

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement