Advertisement
Advertisement

হেলমেট না থাকলে এবার জ্বালানি পাবেন না বাইকাররা!

শহরের সড়ক নিরাপত্তায় নয়া ফরমান জারি করলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার৷

Fuel will not be provided to bikers without helmet Order by CP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2016 8:54 pm
  • Updated:July 29, 2019 2:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবার নয়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার৷ শুক্রবারই রাজ্য জুড়ে ‘সেফ ড্রাইভ, সেফ লাইফ’ কর্মসূচির সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাতে শহরের ফ্লাইওভারে বাইক আরোহীরা রীতিমতো ‘রেস’ করেন বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি৷ এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনের কারণেই বেশি দুর্ঘটনা ঘটছে বলেও আক্ষেপ ছিল তাঁর৷ এবার সেই প্রেক্ষিতেই শহরের সড়ক নিরাপত্তায় নয়া ফরমান জারি করলেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার৷

save-life-safe-drive

Advertisement

কী কী পদক্ষেপ নেওয়া হল?

Advertisement

১) হেলমেট না থাকলে এবার আর শহরের  কোথাও জ্বালানি তেল পাবেন না বাইক আরোহীরা৷

২) রাত্রি দশটা থেকে ছটা পর্যন্ত উড়ালপুলে জটলা করে বাইক চালানো যাবে না৷ মা উড়ালপুল, পার্কস্ট্রিট ও এ জে সি বোস ফ্লাই-ওভারের ক্ষেত্রে আজ থেকে বলবৎ হল এই নিয়ম৷

৩) তবে পরিবারের সদস্যদের নিয়ে কেউ যদি বাইকে করে যান, তাঁকে অনুমতি দেওয়া হবে৷ সেক্ষেত্রেও হেলমেট পরা ও অন্যান্য নিয়ম যেন অটুট থাকে৷

৪) মদ্যপ চালকদের ধরতে ‘ব্রিদ অ্যানালাইজার’ ব্যবহার করা হবে৷ এছাড়া বেপরোয়া বাইক রুখতে স্পিড গানের ব্যবহার করা হবে ব্যাপকভাবে৷

সবুজসাথী, কন্যাশ্রী প্রকল্পের মতো এই কর্মসূচিতেও বাংলাকে মডেল করে তুলতে চান মুখ্যমন্ত্রী৷ আর তাই সোশ্যাল মিডিয়ায় আই আন্দোলনকে জনপ্রিয় করে তোলার পাশাপাশি জেলা ও ব্লক স্তরেও একাধিক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন৷ সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আবেদন জানিয়েছিলেন৷ তাঁর আবেদনের কথা মাথায় রেখেই শহরের সড়ক নিরাপত্তার ক্ষেত্রে এই বিশেষ পরিকল্পনা নেওয়া হল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ