Advertisement
Advertisement

Breaking News

দেশের ৬৮ হাজার গ্রামে এবার হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা

৯০,০০০ কিমি অপটিকাল ফাইবারে গ্রামে গ্রামে পৌঁছবে ইন্টারনেট৷

India Successfully Connects 68,000 Village Panchayats With Optical Fibre
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 7, 2016 2:35 pm
  • Updated:August 7, 2016 2:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দেশের গ্রাম গুলিতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার প্রস্তাব পাশ হয়েছিল ইউপিএ আমলে৷ কিন্তু, মাত্র দুই হাজার কিলোমিটারই অতিক্রম করতে পেরেছিল মনমোহন-সনিয়া সরকার৷ মোদি সরকার ক্ষমতায় এসেই কাঁধে তুলে নিয়েছিল সেই গুরুদায়িত্ব৷ সেই দায়িত্ব যথাযথ পালন করেই আজ দেশের নব্বই হাজার কিলোমিটার স্থানকে অপটিকাল ফাইবার নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হয়েছে৷ এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবি শংকর প্রসাদ৷

এর ফলে এখনও পর্যন্ত ভারতের ৬৮ হাজার গ্রাম পঞ্চায়েতে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব বলে জানান তিনি৷ তাঁর দাবি, আগামী দিনে ভারত নেটের অত্যাধুনিক পরিষেবার মাধ্যমে দেশের প্রায় আড়াই লাখ গ্রাম পঞ্চায়েতকে যুক্ত করা যাবে এই পরিষেবার আওতায়৷

Advertisement

এদিন কেন্দ্রীয় টেলকম মন্ত্রী জানান, আগের সরকার পরিকল্পনা করেছিল ঠিকই৷ তবে তাতে পরিকাঠামোগত ত্রুটি ছিল৷ ফলে তা বহুদিন ধরে আটকে ছিল৷ এনডিএ সরকার ক্ষমতায় এসেই ভারতনেট-এর কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেয়৷ সেই কারণেই ডিজিটালাইজেশনের পথে এতটা এগোতে পেরেছে ভারত৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ