Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর বৈঠকে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১৬ জুলাই এই বৈঠক৷

Mamata Banerjee is going attend meeting with Narendra Modi

ফাইল চিত্র

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 12:13 pm
  • Updated:June 22, 2022 5:09 pm

স্টাফ রিপোর্টার: দীর্ঘ একদশক বাদে ডাকা আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বের আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে সব রাজ্যকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ ১৬ জুলাই এই বৈঠক৷ এর আগে এই ধরনের বৈঠকে রাজ্যের তরফে হাজির থেকেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ এবার মুখ্যমন্ত্রী নিজেই হাজির থাকার সিদ্ধান্ত নিয়েছেন৷ এ ব্যাপারে নবান্নে শুক্রবার ইঙ্গিত দেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়৷
আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী দার্জিলিং সফরে যাচ্ছেন৷ সেই সময়েই দার্জিলিংয়ে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ ১২ জুলাই ম্যালে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেবেন মমতা৷ ১৩ তারিখ কবি ভানুভক্তকে নিয়ে একটি অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী৷ ১৫ জুলাই রাষ্ট্রপতি দিল্লি ফিরবেন৷ তাঁর বিশেষ বিমানেই মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন৷ তবে তাঁর এবারের দিল্লি সফর খুবই সংক্ষিপ্ত৷
এদিকে এই বৈঠক নিয়ে শুক্রবার নবান্নে মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্য সরকারের তরফ থেকে বৈঠকের ‘হোমওয়ার্ক’ও শুরু করে দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন মন্ত্রকের সচিব পর্যায়ের বৈঠক করে কেন্দ্রর কাছ থেকে কোন কোন বিষয়ে কী ধরনের সহযোগিতা চাওয়া হবে তার রূপরেখা তৈরি করা হয়েছে৷ খুব শীঘ্রই মুখ্যসচিব আরও একটি এই ধরনের সচিব পর্যায়ের বৈঠক করে কেন্দ্রর কাছ থেকে বকেয়া অর্থ ও কোন কোন ক্ষেত্রে আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে সেই দাবি দাওয়া সংক্রান্ত বিষয়ে আলোচনা করবেন বলেও জানা গিয়েছে৷
এদিকে কলকাতায় রাজ্য পরিবহণ দফতর ও পুলিশের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমণ করে বলেন, সেস-এর নাম করে প্রচুর অর্থ তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র৷ রেস্তোরাঁয় খেতে গেলেও যে কর দিতে হয়, তা কেন্দ্রের হাতেই যাচ্ছে৷ সেস-এর নাম করে নতুন কায়দা৷ এদিকে রাজ্যের মাথার উপর আগের সরকারের করে যাওয়া লক্ষ কোটি টাকার দেনার চাপ৷
দশ বছর বাদে আন্তঃরাজ্য পরিষদের বৈঠক বসছে৷ ইউপিএ-টু সরকারের আমলে আন্তঃরাজ্য পরিষদের বৈঠক বসেনি৷ এর আগের বৈঠকগুলিতে প্রধানত সারকারিয়া কমিশনের সুপারিশগুলো রূপায়ণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ