Advertisement
Advertisement

Breaking News

ফের দিল্লির পথে মুখ্যমন্ত্রী

দেখা হতে পারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী-সহ একাধিক রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে৷

Mamata is going Delhi today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 25, 2016 9:10 am
  • Updated:June 24, 2022 3:55 pm

স্টাফ রিপোর্টার: আজ ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী৷ গত সপ্তাহেই আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে যোগ দিতে একদিনের জন্য দিল্লি গিয়েছিলেন৷ এরপর আজকের সফর গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল৷

দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী হওয়ার পর দিল্লির রাজনীতিতে মমতার গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে৷ এরপর ২১ জুলাইয়ের বিশাল সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী ২০১৯ সালের লোকসভা ভোটকে সামনে রেখে কার্যত ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন৷ আগামী দিনে তৃণমূলই যে কেন্দ্রে সরকার গঠনে নির্ণায়ক শক্তি হতে পারে সেই বার্তাই রেখেছেন মমতা৷ ঠিক তারপরই তাঁর এই দিল্লি সফর৷

Advertisement

সরকারিভাবে তাঁর কর্মসূচি চূড়ান্ত জানা না গেলেও সূত্রের খবর, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী-সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে তাঁর দেখা হতে পারে৷ কথাও হতে পারে৷ এছাড়া সংসদের সেন্ট্রাল হলেও মমতা যাবেন৷ তাঁর এই সফরকে কেন্দ্র করে দিল্লির রাজনৈতিক মহলের নজর রয়েছে৷ কারণ ইতিমধ্যে মমতা বুঝিয়ে দিয়েছেন, তিনি কেন্দ্রবিরোধী লড়াইয়ে আঞ্চলিক শক্তির জোট চান৷ সেই প্রেক্ষিতে এবারের দিল্লি সফরে আঞ্চলিক দলগুলির নেতৃত্বের সঙ্গেও তাঁর কথা হতে পারে৷ এছাড়া বণিকমহলের সঙ্গেও তাঁর আলাপ-আলোচনার সম্ভাবনাও রয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ