Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্তার মুখে খোদ রাষ্ট্রপতি কন্যা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় মহিলাদের প্রতি কটূ মন্তব্য করা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ এবার তার শিকার হলেন খোদ রাষ্ট্রপতি কন্যা রাজনীতিবিদ শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ পার্থ মণ্ডল নামে জনৈক ব্যক্তি তাঁকে সোশ্যাল মিডিয়ায় হেনস্তা করেছেন বলে জানিয়েছেন তিনি৷আরও পড়ুন:পাওনা আদায়ে ধরনা! চারদিন ধরে দেওরের দোকানের সামনে শুয়ে-বসে বউদিযুক্তরাষ্ট্র ওপেন থেকে বিদায় রোহন বোপান্নার, মিক্সড ডাবলসের সেমিফাইনালে […]

Pranab Mukherjee's daughter gets sexually harassed online
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2016 3:22 pm
  • Updated:August 13, 2016 3:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় মহিলাদের প্রতি কটূ মন্তব্য করা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ এবার তার শিকার হলেন খোদ রাষ্ট্রপতি কন্যা রাজনীতিবিদ শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ পার্থ মণ্ডল নামে জনৈক ব্যক্তি তাঁকে সোশ্যাল মিডিয়ায় হেনস্তা করেছেন বলে জানিয়েছেন তিনি৷

ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে নোংরা যৌন ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠাতেন বলে জানা যাচ্ছে৷ ক্রমাগত এই ধরনের মেসেজ পেতে পেতে ধৈর্যের বাঁধ ভাঙে তাঁর৷ প্রথমে অবশ্য ভেবেছিলেন পাত্তা দেবেন না৷ সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তিকে ব্লক করে দিতেই চেয়েছিলেন৷ কিন্তু সকলের সামনে ওই ব্যক্তির মুখোশ খুলে দিতে সোশ্যাল মিডিয়াকেই হাতিয়ার করেন তিনি৷ ফেসবুকের এক পোস্টে পুরো ঘটনার বিবরণ দিয়েছেন তিনি৷

Advertisement

untitled_081316021739

সমস্ত মেসেজের প্রিন্ট স্ক্রিন পোস্ট করে ওই ব্যক্তিকে ট্যাগও করেছেন শর্মিষ্ঠা৷ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে তাঁর আর্জি, তাঁর পোস্ট শেয়ার করে ও ওই ব্যক্তিকে ট্যাগ করে সকলে যেন সমাজের কাছে তাঁর নোংরামি তুলে ধরেন৷ খোদ রাষ্ট্রপতি কন্যার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্তার ঘটনা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের রুচি ও নিরাপত্তা নিয়েই নতুন করে প্রশ্ন তুলে দিল৷

1_081316021739

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement