Advertisement
Advertisement

Breaking News

রাতভর মুষলধারায় বৃষ্টি বাঁকুড়ায়, ভেঙে পড়ল আস্ত একটি বাড়ি

রবিবার রাতে তুমুল বৃষ্টি নামে বাঁকুড়ায়। মুষলধারায় বৃষ্টি চলে ঘণ্টা দশেক। যখন বৃষ্টি থামল, তখন বাঁকুড়া শহর-সহ জেলার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। বাঁকুড়া শহরের বুক চিরে বয়ে গিয়েছে গন্ধেশ্বরী নদী। বৃষ্টিতে জলে ফুলেফেঁপে উঠেছে নদী। দুই কুল ছাপিয়ে গিয়েছে। নদীর জলে প্লাবিত বাঁকুড়া শহরের সতীঘাট, জুনবেদিয়া, রামমোহন পল্লির মতো এলাকাগুলি। রাস্তা-ঘাটই শুধু নয়, বাড়িতেও হাঁটু সমান জল। জুনবেদিয়ায় জলের তোড়ে ভেসে গিয়েছে একটি পাকা বাড়ি। দুর্ঘটনার সময় বাড়িতে ছিলেন মা ও মেয়ে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় রক্ষা পেয়েছেন তাঁরা। বহু জায়গায় ভেসে গিয়েছে বিদ্যুতের পোস্ট। ফলে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। জেলার বাকি অংশের অবস্থাও তথৈবচ। মেজিয়া ব্লকে প্লাবিত কমপক্ষে ১৪টি গ্রাম। খোঁজ মিলছে না একজন গ্রামবাসীর। এদিকে প্রাকৃতিক বিপর্যয়ে প্রশাসনের ভূমিকায় ক্ষুদ্ধ বাঁকুড়ার মানুষ। পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে বাঁকুড়া শহরে আক্রান্ত হন খোদ বিডিও।

সর্বশেষ ভিডিও