Advertisement
Advertisement
Mexico

মেক্সিকোয় দিনেদুপুরে গাড়ির শোয়ে চলল এলোপাথাড়ি গুলি, মৃত অন্তত ১০, জখম ৯

আমেরিকার মতোই বন্দুকবাজের দৌরাত্ম্য মেক্সিকোতেও।

10 road racers killed in shootout in northern Mexico। Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Biswadip Dey
  • Posted:May 21, 2023 9:32 am
  • Updated:May 21, 2023 9:32 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্দুকবাজের হামলা এবার মেক্সিকোয় (Mexico)। একটি গাড়ির শোয়ে চলল এলোপাথাড়ি গুলি। মারা গিয়েছেন অন্তত ১০ জন। গুরুতর জখম ৯ জন। শনিবার মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় ঘটেছে এই হামলার ঘটনা।

পুলিশের তরফে জানানো হয়েছে একটি ধূসর ভ্যানে চেপে এসে হামলাকারীরা আচমকাই গুলি চালাতে শুরু করেন। স্থানীয় সময় তখন ২টো বেজে ১৮ মিনিট। হামলার খবর পেয়ে দ্রুত এলাকায় হাজির হয় মেক্সিকোর রেড ক্রস, পুলিশ, দমকল বাহিনী। দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতরা কোন দেশের বাসিন্দা তা এখনও প্রকাশ্যে জানানো হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ‘পাঠান’ থেকে টোকা হয়েছে টম ক্রুজের এই ছবির দৃশ্য! ‘ঢাক পেটাচ্ছেন’ শাহরুখ-ভক্তরা]

আমেরিকায় বন্দুকবাজের হামলার ঘটনা বেড়ে চলেছে। স্কুল থেকে শুরু করে ধর্মস্থান,বাদ পড়ছে না কিছু। বন্দুক সংক্রান্ত আইন পাশ হলেও থামছে না হামলার ঘটনা। একই ভাবে বন্দুকবাজদের দৌরাত্ম্য অব্যাহত মেক্সিকোতেও। গত সেপ্টেম্বরে মধ্য মেক্সিকোর একটি পানশালায় বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল ১০ জনের। তারও আগে মার্চে একটি হামলায় ১৯ জনের মৃত্যু হয়। আমেরিকা ও তার সীমান্তবর্তী মেক্সিকোয়ে একই ভাবে লাগাতার বন্দুকবাজের এই হামলায় স্বাভাবিক ভাবেই চিন্তিত প্রশাসন।

Advertisement

[আরও পড়ুন: যুগে যুগে স্বর্ণলোভীদের চোখে ধাঁধা লাগিয়েছে সোনায় মোড়া এল ডোরাডো! কোথায় এই শহর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ