Advertisement
Advertisement

আমেরিকার আকাশে দুই বিমানের সংঘর্ষ! টুকরো হয়ে আছড়ে পড়ল, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

ভাইরাল হয়ে গিয়েছে সংঘর্ষের হাড়হিম ভিডিওটি।

2 fighter planes collide during US airshow। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:November 13, 2022 9:39 am
  • Updated:November 13, 2022 9:39 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ। যার জেরে মাটিতে আছড়ে পড়ল দুই বিমান (Plane)। ঘটল বিস্ফোরণও। আমেরিকায় (US) এক এয়ার শো চলাকালীন ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা। ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ৬ জনই বিমানের ক্রু সদস্য বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সংঘর্ষের হাড়হিম ভিডিওটি।

দুই বিমানের চালক কেমন আছেন তা এখনও নিশ্চিত নয়। মার্কিন ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে এমনটাই জানানো হয়েছে। ঠিক কী ঘটেছিল? টেক্সাসের ডালাস এগ্‌জিকিউটিভ বিমানবন্দরে চলছিল একটি এয়ার শো। আচমকাই দেখা যায় উড়ন্ত বোয়িং বি-১৭ বম্বার বিমানটির দিকে এগিয়ে আসছে একটি ছোট বিমান। পরিস্থিতি এমনই দাঁড়ায়, কোনও চালকের পক্ষেই আর সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। দেখা যায় ছোট বিমানটি ভেঙে নিচে পড়ে যাচ্ছে। বোয়িং বিমানটিও জ্বলন্ত অবস্থায় দূরে গিয়ে ছিটকে পড়ে। ঘটে ভয়ংকর বিস্ফোরণ। দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ এখনও জানানো হয়নি কর্তৃপক্ষের তরফে।

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রের ডাকা সন্ত্রাসবিরোধী বৈঠক এড়াল ১৪টি দেশ, অস্বস্তিতে মোদি-শাহ]

ডালাসের মেয়র এরিক জনসন টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘আপনারা সবাই দেখেছেন আমাদের শহরে এয়ার শো চলাকালীন কী ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছে। এখনও আমাদের কাছে বিস্তারিত বিবরণ আসেনি।’

জানা যাচ্ছে বোয়িং বিমানটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সঙ্গে যুদ্ধে জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই বিমানের। পরবর্তী সময়ে এই ধরনের বম্বার বিমান প্রচুর পরিমাণে নির্মাণ করা হয়েছে। অন্য বিমানটি, অর্থাৎ পি-৬৩ কিংকোবরা জাতীয় বিমানও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলেই আত্মপ্রকাশ করেছিল।

[আরও পড়ুন: এবার কি বিজেপিতে ধোনি? অমিত শাহর সঙ্গে প্রাক্তন অধিনায়কের ছবি নিয়ে চর্চা নেটদুনিয়ায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement