Advertisement
Advertisement
COVID-19

টানা ১০ মাস কোভিড পজিটিভ! নয়া রেকর্ড গড়েও করোনাজয়ী ব্রিটেনের বৃদ্ধ

শেষ পর্যন্ত কীভাবে হল শাপমুক্তি?

72 year old UK man tested Covid positive for 10 straight months | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:June 24, 2021 5:12 pm
  • Updated:June 24, 2021 5:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে ‘রাখে হরি মারে কে’। টানা ১০ মাস করোনার (Coronavirus) কবলে থেকেও শেষ পর্যন্ত মারণ ভাইরাসের সংক্রমণকে হারাতে সক্ষম হলেন ব্রিটেনের (UK) ৭২ বছরের বৃদ্ধ। শেষ পর্যন্ত তাঁর পরীক্ষার ফল নেগেটিভ আসার পরে রীতিমতো শ্যাম্পেনের বোতল খুলে রোগমুক্তির উদযাপন করলেন তিনি। প্রসঙ্গত, সবচেয়ে দীর্ঘ সময় ধরে করোনায় আক্রান্ত থাকার বিশ্বরেকর্ড সম্ভবত তাঁরই দখলে।

অবসরপ্রাপ্ত ড্রাইভিং পরামর্শদাতা ডেভ স্মিথ পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টল‌ের বাসিন্দা। গত ১০ মাসে ৪৩ বার তাঁর করোনা টেস্টের ফল ‘পজিটিভ’ এসেছে। সাতবার ভরতি হতে হয়েছে হাসপাতালে। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছিল, বেঁচে ফেরার আশা কার্যত জলাঞ্জলি দিয়ে ফেলেছিলেন ডেভ সাহেব। আত্মীয়স্বজনকে ডেকে নিজের পারলৌকিক ক্রিয়ার পরিকল্পনাও করতে শুরু করে দিয়েছিলেন। আশা ছেড়ে দিয়েছিলেন তাঁর স্ত্রী লিন্ডাও। স্বামীর সঙ্গে কোয়ারান্টাইনে থাকা প্রৌঢ়া জানিয়েছেন, ‘‘এই কয়েক মাসে অনেকবারই এমন হয়েছে, আমরা ধরেই নিয়েছিলাম আর ওর পক্ষে লড়াই চালানো সম্ভব হবে না। একটা ভয়ানক খারাপ বছর কেটেছে।’’

Advertisement

[আরও পড়ুন: আফগানিস্তান থেকে সেনা সরলেই ৬ মাসে কাবুল দখল করবে তালিবান, হুঁশিয়ারি মার্কিন গোয়েন্দাদের]

কিন্তু শেষ পর্যন্ত শাপমুক্তি হয়েছে। অবশেষে সংক্রমণমুক্ত ডেভ। কিন্তু কীভাবে সম্ভব হল এটা? আসলে বায়োটেক সংস্থা রেগেনেরনের তৈরি সিন্থেটিক অ্যান্টিবডির ককটেলেই বাজিমাত হয়েছে। যদিও এই ওষুধ এখনও সম্মতি পায়নি সরকারের। তবুও ডেভের ক্ষেত্রে নিয়ম শিথিল করে বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। স্রেফ তাঁর ভোগান্তির কথা মাথায় রেখেই। ওই ওষুধ প্রয়োগের ৪৫ দিন পরে এবং প্রথমবার সংক্রমিত হওয়ার ৩০৫ দিন পরে দেখা গিয়েছে অবশেষে ডেভ করোনা নেগেটিভ। সংবাদ সংস্থা বিবিসিকে বৃদ্ধের প্রতিক্রিয়া, ‘‘মনে হচ্ছে কেউ যেন আমাকে আমার জীবনটা এবার ফিরিয়ে দিল।’’

Advertisement

এই ঘটনাকে বিশেষ ভাবে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা। গবেষকরা জানাচ্ছেন, তাঁরা গোটা ঘটনায় বিস্মিত। কেবলমাত্র সংক্রমণ থেকে যাওয়াই নয়, এই দীর্ঘ সময়ে বৃদ্ধের শরীরে রীতিমতো সক্রিয় অবস্থায় ছিল করোনা ভাইরাস। আগামী জুলাই মাসে ইউরোপের বিজ্ঞান কংগ্রেসে ডেভের কেসের একটি গবেষণাপত্রও পেশ করা হবে।

[আরও পড়ুন: ‘টিকা না নিলে ভারত চলে যান’, ফের বিতর্কিত মন্তব্য ফিলিপিন্সের প্রেসিডেন্ট দুতার্তের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ