BREAKING NEWS

২৬ শ্রাবণ  ১৪২৭  বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২০ 

Advertisement

মহিলা সাংসদকে দেখে ভিড় বাসেই হস্তমৈথুন, ভিডিওতে প্রতিবাদ

Published by: Sayani Sen |    Posted: April 14, 2019 1:40 pm|    Updated: April 14, 2019 2:37 pm

An Images

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরখানেক আগের ঘটনা৷ তিলোত্তমার বুকে চলন্ত বাসেই যাত্রীর হস্তমৈথুনের সাক্ষী হতে হয়েছিল দুই কলেজ ছাত্রীকে৷ যদিও সেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল৷ নেটদুনিয়া থেকে পাড়ার চায়ের দোকান, সর্বত্রই হয়েছে সেই আলোচনা-সমালোচনা৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একইরকম অভিজ্ঞতার সাক্ষী হতে হল আরেক মহিলাকে৷ তবে এবার ঘটনাস্থল আর শহর কলকাতা নয়৷ এই ঘটনাটি ঘটেছে টেমসের তীরে৷

[ আরও পড়ুন: দেশত্যাগের নিষ্ঠুরতার শিকার ক্রন্দনরত শিশু, এই ছবিই পেল সেরার খেতাব]

পাক বংশোদ্ভূত লন্ডনের এমপি নাজ জানান এপ্রিলের গোড়াতে বাসে উঠেছিলেন তিনি৷ সেথানেই তিনি তাঁর এক সহযাত্রীকে হস্তমৈথুন করতে দেখেন৷ জনসমক্ষে ওই যাত্রীর এমন কুকর্ম দেখে ঠিক কী প্রতিক্রিয়া দেবেন তা বুঝতে পারেননি নাজ৷ গন্তব্যে পৌঁছানোর আগে পর্যন্ত ওই সহযাত্রীকে লক্ষ্য রাখেন তিনি৷ গোটা রাস্তা ধরেই তাঁর সহযাত্রী অসভ্যতা করেছেন বলেই অভিযোগ নাজের৷ ব্র্যাডফোর্ড ওয়েস্টের এমপি সেন্ট্রাল লন্ডনের হোয়াইটহলের কাছে বাস থেকে নেমে তিনি মনোস্থির করেন এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের দ্বারস্থ হবেন৷ সেই মতো পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।

LONDON-MP

[ আরও পড়ুন: অসাধ্য সাধন, প্রথমবার ক্যামেরায় ধরা পড়ল কৃষ্ণগহ্বরের ছবি]

পুলিশের পাশাপাশি এই বিষয়টিতে সোশ্যাল মিডিয়াতেও সুর চড়ান নাজ৷ তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন,“এখনও সেদিনের কথা মনে পড়লে আমি অসুস্থ হয়ে যাই। গোটা ঘটনায় এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে কী করব কিছুই বুঝতে পারছিলাম না।’’ ইউটিউবেও একটি ভিডিও শেয়ার করেন নাজ৷ তিনি বলেন, “বিশ্বজুড়ে এ ধরনের ঘটনা ঘটে। নব্বই শতাংশেরও বেশি ঘটনা প্রকাশ্যেই আসে না। কারণ হেনস্তার শিকার হওয়া মহিলারা ঘটনাগুলি কাউকে জানতে দিতে চান না।’’ নাজের একটাই আরজি যাঁদের সঙ্গে এই ঘটনা ঘটে তাঁরা অবশ্যই যেন প্রশাসনের দ্বারস্থ হন৷ তবে এপ্রিলের শুরুতেই নাজের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেই কুকীর্তির নায়কের খোঁজ এখনও পাওয়া যায়নি৷ বাসে হস্তমৈথুন করা ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ৷ 

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement