Advertisement
Advertisement

Breaking News

Arizona Fire

চোর সন্দেহে বিশেষভাবে সক্ষম বৃদ্ধকে পরপর ন’টি গুলি, ফের বিতর্কে মার্কিন পুলিশ

অভিযুক্ত পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

Arizona police officer fired to death after shooting man in wheelchair | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 2, 2021 12:40 pm
  • Updated:December 2, 2021 1:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (America) ফের পুলিশি অত্যাচার! পুলিশের গুলিতে প্রাণ গেল বিশেষভাবে সক্ষম এক বৃদ্ধের। অ্যারিজোনার এই ঘটনায় তুমুল বিতর্ক বেঁধেছে। পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত পুলিশ কর্মীকে বরখাস্ত করেছে অ্যারিজোনা পুলিশ।

সোমবার রাতে অ্যারিজোনার (Arizona) একটি শপিং মলে ঢোকার সময় বিপত্তি বাঁধে। ওইদিনের গোটা ঘটনাটি পুলিশ কর্মীদের বডিক্যামে ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Advertisement

[আরও পড়ুন: ব্যালন ডি’অর নিয়ে বিতর্ক, প্রকাশ্যেই মেসিকে তোপ রোনাল্ডোর!]

পুলিশের দাবি, মিডভ্যাল পার্ক শপিং সেন্টারে যাচ্ছিলেন ৬৫ বছরের বৃদ্ধ রিকার্ড লি রিকার্ডস। হুইল চেয়ারে বসেছিলেন তিনি। ঢোকার মুখেই রিকার্ডকে আটকায় পুলিশ। চোর সন্দেহ করা হয় তাঁকে। দাঁড়াতে বলা হয় তাঁকে। কিন্তু সে কথায় কর্ণপাত করেননি রিকার্ড। উলটে স্বয়ংস্ক্রিয় হুইলচেয়ার নিয়ে এগিয়ে যান তিনি। বারবার নিষেধ করা হলেও শোনেননি তিনি। অসমর্থিত সূত্রে খবর, ছুড়ি নিয়ে পুলিশকে ভয় দেখানোর চেষ্টা করেছিলেন তিনি।

এর পরই পিছন থেকে অন্তত ৯টি গুলি ছোড়েন টাসকান পুলিশের (Tuscan Police) কর্মী রায়ান রেমিংটোন।  গুলির আঘাতে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন রিকার্ড। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মীকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে শুরু হয়েছে তদন্তও। নিন্দায় সরব হয়েছেন টাসকানের মেয়র রেজিনা রোমেরোও। বলেন, “পুলিশ কর্মীর এহেন আচরণ মেনে নেওয়া যায় না। মৃতের পরিবারকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার সমস্ত চেষ্টা করবে সরকার।”

Advertisement

প্রসঙ্গত, আমেরিকায় এই প্রথম নয়, এর আগেও পুলিশি জুলুমে মৃত্যু হয়েছিল এক কৃষ্ণাঙ্গের। ২০২০ সালের ২৫ মে শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাঁটুর চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিলেন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। 

[আরও পড়ুন: ‘বাংলা বদলে গিয়েছে’, মমতার মডেলের উচ্ছ্বসিত প্রশংসা মুম্বইয়ের শিল্পপতিদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ