Advertisement
Advertisement
China

মাইনাস ৪৭ ডিগ্রিতে হাড়হিম চিনের, রাস্তাঘাট জমে বরফ! ছড়ানো হল নুন

চার দশক পর তাপমাত্রার এমন নজির গড়ল চিন।

China as temperatures hit lowest level ever। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 20, 2023 7:10 pm
  • Updated:December 20, 2023 9:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল ঠান্ডায় কাঁপছে চিন। প্রায় চার দশক পর তাপমাত্রার এমন নজির গড়ল বেজিং। পুরু বরফের চাদরে ঢেকেছে রাস্তাঘাট। যার ফলে বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। রাস্তার বরফ গলাতে ব্যবহার করা হচ্ছে নুন। দেশের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই চিত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেশ জুড়ে জরুরী অবস্থা জারি করেছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন। 

জানা গিয়েছে, চলতি সপ্তাহে চিনের (China) তাপমাত্রা মাইনাস ৪৭.৯ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৯৮০ সালের জানুয়ারি মাসে চিনের হেইলংজিয়াংয়ের ইচুন প্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪৭.৯ ডিগ্রি সেলসিয়াস। এবার সেই রেকর্ডও ভেঙে গিয়েছে। ১৯৮০ সালের পর এমন ঠান্ডা পড়ল চিনে। তুষারপাতের পাশাপাশি বইছে কনকনে ঠান্ডা হাওয়াও। কোথাও কোথাও রেকর্ড হারে হচ্ছে তুষারপাত। সেদেশের শাং শি, হেবেই এবং লিয়াওনিং প্রদেশের পরিস্থিতি সবচেয়ে শোচনীয়।     

Advertisement

[আরও পড়ুন: গাজায় অব্যাহত মৃত্যুমিছিল, ইজরায়েলের বোমায় মৃত অন্তত ৩৩]

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ঠান্ডা বাড়ার কারণে গত সপ্তাহ থেকে বেজিংয়ের স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। শৈত্যপ্রবাহ কমে গেলে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। গাড়ি চলাচল তো বটেই, রাস্তায় এমন ভাবে বরফ জমে রয়েছে যে হাঁটাচলা করতেও  নাজেহাল অবস্থা হচ্ছে বাসিন্দাদের। বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। বরফ গলানোর জন্য রাস্তায় প্রতিনিয়ত নুন ছড়ানো হচ্ছে। খুব একটা প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরচ্ছেন না কেউ। প্রতিবছর এই সময় স্বাভাবিক ঠান্ডাই পড়ে চিনে। কিন্তু এই বছরের চিত্র সম্পূর্ণ আলাদা।     

Advertisement

[আরও পড়ুন: ফের মাথাচাড়া দিচ্ছে করোনা, নয়া সাব-ভ্যারিয়েন্টের ‘ইন্টারেস্টিং’ নাম দিল WHO]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ