Advertisement
Advertisement

বগিবিলে উদ্বিগ্ন চিন! এস-৪০০ উৎক্ষেপণ লাল ফৌজের

তিব্বতকে রক্ষা করতে তৎপর জিনপিং প্রশাসন৷

China successfully tested Russia's S-400 missile
Published by: Tanujit Das
  • Posted:December 28, 2018 9:31 pm
  • Updated:December 28, 2018 9:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বগিবিল ব্রিজ নির্মাণের জবাব দিল চিন৷ নয়াদিল্লির স্নায়ুরচাপ বাড়িয়ে এবার অত্যাধুনিক এস-৪০০ মিসাইলের সফল পরীক্ষা করল বেজিং৷ ভূমি থেকে আকাশে আঘাত করতে সক্ষম বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রটি ২০১৫-তে রাশিয়ার কাছ থেকে ক্রয় করেছিল বেজিং৷ দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর এই অস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করল লাল চিন৷ কোথায় অস্ত্রটির এই সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে যদিও সেই সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ করেনি দেশটি৷

[ভাঙল ১৭ বছরের রেকর্ড, মিশেলের কাছে পরাজিত হিলারি]

Advertisement

গত মঙ্গলবার অসমের ডিব্রুগড় থেকে অরুণাচলের ইটানগর ৪.৯৪ কিলোমিটার দীর্ঘ বগিবিল ব্রিজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ইন্দো-চিন সীমান্তে অবস্থিত এই সেতু শুধুমাত্র যোগাযোগ সাধনই করবে না৷ পাশাপাশি, দেশের উত্তর-পূর্ব সীমান্তের নিরাপত্তার ক্ষেত্রেও বড় ভূমিকা নেবে৷ সূত্রের খবর, এই ব্রিজের সাহায্যে অনেক কম সময়য়েই চিন সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করতে পারবে ভারত। এমনকী, ৬০ টন ওজনের সামরিক যানও চলাচল করতে পারবে এই সেতুর উপর দিয়ে৷ সেতুটিতে নামতে পারবে বা উড়ান ভরতে পারবে বায়ুসেনার অত্যাধুনিক সুখোই, মিগ-২৯ ও জাগুয়ারের মতো যুদ্ধবিমানগুলি। বহুদিন ধরেই অরুণাচলের উপর দাবি জানিয়ে আসেছে বেজিং। সম্প্রতি তিব্বতে প্রচুর সেনা, বোমারু বিমান ও ট্যাঙ্ক মোতায়েন করেছে লালফৌজ। এই ব্রিজ নির্মাণের ফলে বেজিংয়ের সেই চোখ রাঙানি অনেকটাই কমবে বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের৷ সূত্রের খবর, খবর ভারতের এই ব্রিজ নির্মাণের পরই তিব্বতের নিরাপত্তা মজবুত করতে তৎপর হয় চিন৷ এবং সেই উদ্দেশ্যেই সম্ভবত এস-৪০০ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা ঘটাল দেশটি৷

Advertisement

[‘আর পারব না’, আকস্মিক ইরাক সফরে গিয়ে কেন এমন বললেন ট্রাম্প?]

জানা গিয়েছে, এই এস-৪০০ ব্যালিস্টিক মিসাইলটি প্রতি সেকেন্ডে তিন কিলোমিটার গতিতে হামলা চালাতে সক্ষম৷ ৬০০ মিটার দূরত্বে এবং ১০ মিটার থেকে ২৭ মিটার উচ্চতায় থাকা যেকোনও লক্ষ্যবস্তুতে অব্যর্থ আঘাত হানতে সক্ষম এই ক্ষেপনাস্ত্র৷ মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে চলতি বছরই রাশিয়র কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছে ভারত৷ রাজধানী নয়াদিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে এই ব্রহ্মাস্ত্র তুলে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ ভারতের হাতে এই ক্ষেপনাস্ত্র চলে আসায় স্নায়ুর চাপ বাড়ে পাকিস্তানের৷ ৪০ হাজার কোটি টাকার বিনিময়ে ভারত ও রাশিয়ার মধ্যে হওয়া এই চুক্তির বিরোধিতা করে ইসলামাবাদ৷ তারা জানায়, এর ফলে দক্ষিণ এশিয়ার স্থিতাবস্থা বিঘ্নিত হতে পারে৷ এই চুক্তির বিরোধিতা করে পাক বিদেশমন্ত্রক জানায়, “ব্যালেস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের অংশ হিসাবে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ক্রয় করেছে ভারত৷ তবে এর ফলে দক্ষিণ এশিয়ার স্থিতাবস্থা বিঘ্নিত হবে৷” বিশেষজ্ঞদের আগেই জানিয়েছিলেন যে, এস-৪০০ ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে রয়েছে চিন ও পাকিস্তানের অনেকটা অংশ৷ এই মিসাইলের পাল্লার মধ্যে রয়েছে পাক বায়ুসেনার প্রধান ঘাঁটি এবং চিনের অনেক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর৷ ভারত-রাশিয়ার মধ়্যে হওয়া ৪০ হাজার কোটি টাকার চুক্তি সম্পর্কে মার্কিন নিষেধাজ্ঞা অবজ্ঞা করেই মস্কোর কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র কিনেছে নয়াদিল্লি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ