Advertisement
Advertisement

Breaking News

চাপ বাড়াল বেজিং, তিব্বতে মোতায়েন যুদ্ধবিমান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন সফরের ঠিক আগেই অরুণাচল প্রদেশ সংলগ্ন তিব্বত ভূখণ্ডে যুদ্ধবিমান মোতায়েন করে কূটনৈতিক চাপ বাড়াল বেজিং৷

Combat aircraft deployted in Tibet by China to increase pressure to India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 3, 2016 10:41 am
  • Updated:August 12, 2021 5:32 pm

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন সফরের ঠিক আগেই অরুণাচল প্রদেশ সংলগ্ন তিব্বত ভূখণ্ডে যুদ্ধবিমান মোতায়েন করে কূটনৈতিক চাপ বাড়াল বেজিং৷ শুক্রবার টুইটার এবং চিনের দু’টি প্রতিরক্ষা ওয়েবসাইটে চিনের সর্বাধুনিক স্টিলথ ফাইটার ‘জে টোয়েন্টি’ যুদ্ধবিমান মোতায়েনের ছবি প্রকাশিত হয়েছে৷ তিব্বত ভূখণ্ডের দায়োচেং ইয়াডিং বিমানবন্দরে মোতায়েন হয়েছে এই বিমান৷ এই ছবি প্রকাশের পর নড়েচড়ে বসেছে নয়াদিল্লি৷ কারণ শুক্রবারই ভিয়েতনাম রওনা হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী৷

আজ, শনিবার দুই দেশের যৌথ প্রতিরক্ষা বোঝাপড়ায় মোদির বক্তৃতা অন্যতম গুরুত্ব পেতে চলেছে মিসাইল৷ আপাত আলোচনা অনুযায়ী ভারতের ব্রহ্মস মিসাইল কিনতে অত্যন্ত আগ্রহী ভিয়েতনাম৷ আর সেটাই চিনের অন্যতম মাথাব্যথার কারণ৷ ভৌগোলিক অবস্থানগত কারণে বরাবরই ভিয়েতনামের পররাষ্ট্র এবং প্রতিরক্ষানীতি চাপে রাখে বেজিংকে৷ ফলে নয়াদিল্লির সঙ্গে ভিয়েতনামের সখ্যতাকে ভাল চোখে দেখছে না চিন৷ ভিয়েতনামের পরই চিনে পৌঁছবেন মোদি৷ কূটনৈতিক মহলের ব্যাখ্যা, তিব্বত ভূখণ্ডে শুধুমাত্র ভিয়েতনামের কারণেই স্টিলথ ফাইটার জে টোয়েন্টি যুদ্ধবিমান মোতায়েন করেনি চিন৷ দিনকয়েক আগেই হিমালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় ভারতের তরফে সুপারসোনিক ব্রহ্মস মোতায়েন ঘিরে তীব্র অসন্তোষ জানিয়েছে বেজিং৷ চিনের অসন্তোষকে গুরুত্ব না দিয়ে ভারতীয় সেনাবাহিনীর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এক্ষেত্রে চিনের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ