Advertisement
Advertisement

Breaking News

করোনা

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল ২১ হাজার, ভেঙে পড়ছে ইটালি ও স্পেনের স্বাস্থ্য ব্যবস্থা

করোনায় মৃত্যুর পরিসংখ্যানে চিনকে ছাপিয়ে গেল ইটালি ও স্পেন।

Coronavirus: Worldwide death crosses 21 thousand

ফাইল ফটো

Published by: Bishakha Pal
  • Posted:March 26, 2020 10:54 am
  • Updated:March 26, 2020 10:54 am

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: চিন এখন অতীত। এখন করোনা ভাইরাসের নতুন ঠিকানা ইউরোপ মহাদেশ। ইটালিতে ইতিমধ্যেই করোনার বলি হয়েছেন ৭ হাজারেরও বেশি মানুষ। স্পেনের অবস্থাও শোচনীয়। ভেঙে পড়েছে এই দুই দেশের স্বাস্থ্য ব্যবস্থা। গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ হাজার ২৯৫ জনের। আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭১ হাজার ৪১৭ জন। যার মধ্যে ইউরোপিয়দের সংখ্যাই বেশি।

গত ২৪ ঘণ্টায় ইটালিতে মৃত্যু হয়েছে ৬৮৩ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন অনেকে। আক্রান্তের হিসেবে চিনের পরে থাকলেও মৃতের হিসেবে চিনকে পিছনে ফেলে দিয়েছে ইটালি। সরকারি হিসেবে চিনে ৩ হাজার ২৮৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে ইটালির মৃতের সংখ্যা ৭ হাজার ৫০৩ জন। স্পেনের অবস্থাও তথৈবচ। এই দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ৬৪৭ জন। ইউরোপের এই দেশটিও চিনকে ছাপিয়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে, এভাবে করোনা স্পেনে ছড়াতে থাকতে ইটালিকেও ছাপিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত স্পেনে প্রায় ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মাদ্রিদে করোনা আক্রান্তের সংখ্যা বেশি হলেও স্পেনের উত্তর-পূর্ব দিকে কাতালোনিয়ায় দ্রতহারে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন কালভোও করোনায় আক্রান্ত হয়েছেন। এমন অবস্থায় স্পেনের জরুরি অবস্থা ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

Advertisement

[ আরও পড়ুন: রিপোর্টে করোনা পজিটিভ, সংক্রমণ ছড়ানোর ভয়ে আত্মঘাতী নার্স ]

ইউরোপের অন্য আর একটি দেশ জার্মানিতেও জাল বিস্তার করেছে করোনা। এখনও পর্যন্ত এই দেশে ৩৭ হাজার ৩২৩ জন প্রাণঘাতী এই ভাইরাসের শিকার হয়েছেন। যার মধ্যে মারা গিয়েছেন ২০৬ জন। ইটালি ও স্পেনের তুলনায় এই দেশের পরিস্থিতি ভাল। কারণ এখানে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৫৪৭ জন। নতুন করে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার। গত ২৪ ঘণ্টায় এদেশে ২৩১ জনের মৃত্যু হয়েছে। তবে স্পেন ও ইটালির মতো এই দু’টি দেশেও করোনা আরও তীব্র কামড় বসাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আয়ারল্যান্ড, বেলজিয়াম, স্লোভাকিয়া ও পর্তুগালেও করোনা ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

[ আরও পড়ুন: ‘শুধুমাত্র লকডাউন করে করোনা রোখা যাবে না’, উদ্বেগের কথা শোনাল WHO ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ