Advertisement
Advertisement
Donald Trump

বাইডেনকে হারিয়ে মসনদে ফিরবেন ট্রাম্পই! নয়া সমীক্ষা ঘিরে শোরগোল মার্কিন মুলুকে

সমীক্ষার দাবি, লড়াই হবে হাড্ডাহাড্ডি।

Donald Trump stakes 4-point lead over Joe Biden in presidential race। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 10, 2023 12:00 pm
  • Updated:December 10, 2023 12:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। শেষ পর্যন্ত কী হবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকেরই মতে জো বাইডেন ফিরতে পারেন মসনদে। কিন্তু উলটো মতও ক্রমেই জোরালো হচ্ছে। সাম্প্রতিক সমীক্ষাও সেদিকেই নির্দেশ করছে। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের ওই সমীক্ষার দাবি, বাইডেনকে হারিয়ে ফের প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প।

মার্কিম সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, লড়াই হবে হাড্ডাহাড্ডি। কিন্তু প্রতিদ্বন্দ্বীর থেকে ৪ শতাংশ এগিয়ে রয়েছেন ট্রাম্প (Donald Trump)। তিনি পেয়েছেন ৪৭ শতাংশ। বাইডেনের (Joe Biden) ৪৩ শতাংশ। অন্য রিপাবলিকান নেতাদেরও পিছনে ফেলে শীর্ষে রয়েছেন বিতর্কিত রাজনীতিক। এই সমীক্ষা চমকে দিয়েছে সকলকে। যার পর থেকে আরও জোরালো হচ্ছে ট্রাম্পের প্রত্যাবর্তনের সম্ভাবনা। তবে বাইডেন শেষপর্যন্ত নির্বাচনে লড়বেন কিনা তা এখনও নিশ্চিত নয়।

Advertisement

[আরও পড়ুন: শীতলতম রবিবার! ১৫ ডিগ্রির নিচে নামতে পারে কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা]

এদিকে ট্রাম্প ফিরলে তিনি একনায়ক হয়ে উঠবেন, এই আশঙ্কা প্রকাশ করেছে রাজনৈতিক মহল। এমনকী কোনও কোনও রিপাবলিকান নেতাও এমন মনে করছেন। সেই আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন খোদ ট্রাম্পই। এক টিভি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রিপাবলিকান নেতা জানান, ক্ষমতায় প্রত্যাবর্তন করলে তিনি মোটেই একনায়ক হয়ে উঠবেন না। তবে এর ব্যতিক্রম রয়েছে। একেবারে প্রথম দিনটিতে তিনি একনায়কত্ব দেখাবেন! প্রথম দিন কী এমন করবেন? ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প দাবি করেন, দেশের দক্ষিণ সীমান্ত, যেদিকে মেক্সিকো রয়েছে সেই সীমান্ত বন্ধ করে দেবেন তিনি। পাশাপাশি তৈল খননও বাড়াবেন। আর এটা করবেন প্রথম দিনই, একনায়ক হয়ে।

Advertisement

পাশাপাশি তাঁর সময়ে চারপাশে শান্তি বজায় ছিল বলেই দাবি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। ভোট প্রচারে গিয়ে ট্রাম্প বলেন, “আমি যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলাম তখন শক্তি প্রদর্শন করে হলেও শান্তি বজায় ছিল। কিন্তু এখন চারদিকে খালি সমস্যা। ইজরায়েলে যেভাবে অনাচার চলছে, আমি প্রেসিডেন্ট থাকলে সেসব কিছুতেই হত না।”

[আরও পড়ুন: চাকায় আর কাঁটা নয়, বেআইনি পার্কিং ঠেকাতে পুরসভার হাতিয়ার নতুন অ্যাপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ