সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের মতো তাইওয়ানের সঙ্গেও যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে চিনের। আগ্রাসী মনোভাব দেখিয়ে ফের তাইওয়ানের আকাশে বেজিংয়ের যুদ্ধবিমানের চক্কর সেই ইঙ্গিতই দিচ্ছে। পরপর দুদিন একই ঘটনা ঘটার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট লাই চিং তে। হুমকি দিয়ে বলেছেন, ‘ভুল করো না। তাইওয়ান নিজের দেশের মানুষকে সুরক্ষিত রাখতে জানে।’
তাইওয়ানের বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বুধবারের মতো বৃহস্পতিবারও তাইওয়ানের আকাশসীমার মধ্যে ঢুকে চক্কর কাটে চিনের যুদ্ধবিমান (fighter jet)। এরপর দেশজুড়ে চিনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন সাধারণ মানুষ। প্রতিক্রিয়া জানানো হয় প্রশাসনিক মহল থেকেও। বৃহস্পতিবার তাইওয়ানের আকাশসীমার মধ্যে ফের চিনের যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে জানিয়ে ভাইস প্রেসিডেন্ট লাই চিং তে (Lai Ching-te) টুইট করেন, ‘সীমা অতিক্রম করো না। এই ধরনের কোনও ভুল করো না। তাইওয়ান শান্তি চায়। কিন্ত, দেশবাসীকে সর্বশক্তি দিয়ে রক্ষা করব।’
[আরও পড়ুন: ‘লালফৌজের প্ররোচনামূলক আগ্রাসনই মূল সমস্যা’, চিনের বিদেশমন্ত্রীকে বললেন জয়শংকর ]
কয়েক সপ্তাহ আগে সামরিক প্রস্তুতির একটি ভিডিও প্রকাশ করেছিল তাইওয়ান (Taiwan)। তাতে চিন হামলা চালাতে এলে তারাও ছেড়ে কথা বলবে না, এমনটাই বার্তা দেওয়ার চেষ্টা করেছিল দ্বীপরাষ্ট্রটি। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সর্বস্ব দিয়ে লড়াই চালানো হবে বলেও হুমকি দিয়েছিল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক।
এরপর সেপ্টেম্বরের ২ তারিখ নিজেদের পাসপোর্ট থেকে ইংরেজিতে লেখা ‘রিপাবলিক অব চায়না’ শব্দগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নেয় তাইওয়ান। তাদের তরফে জানানো হয়, করোনা মহামারীর মধ্যে পাসপোর্টে রিপাবলিক অব চায়না লেখার কারণে তাদের নাগরিকদের অন্য দেশে যেতে অনেক সমস্যা হয়েছে। তবে ইংরেজিতে লেখা রিপাবলিক অব চায়না মুছে দিলেও পাসপোর্টে চিনা ভাষায় লেখাগুলো পরিবর্তন হবে না।