Advertisement
Advertisement

Breaking News

উৎসবের মেজাজ ঢাকেশ্বরীতে

বাংলাদেশের মন্দিরগুলিতে দেবী দুর্গার আগমনী বার্তায় ঘরে ঘরে উৎসবের আমেজ৷

Durga Puja, the biggest religious festival of the Hindu Community, began at Dhakeshwari National Temple
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 8, 2016 11:45 am
  • Updated:October 8, 2016 12:14 pm

সুকুমার সরকার, ঢাকা: দুর্গা পুজোর বাজনা বেজে উঠেছে সারা দেশ জুড়ে৷ বাংলাদেশের মন্দিরগুলিতে দেবী দুর্গার আগমনী বার্তায় ঘরে ঘরে উৎসবের আমেজ৷ রাজধানী ঢাকা-সহ দেশের মণ্ডপগুলিও সাজানো হয়েছে অপরূপ সাজে৷ বাংলাদেশের বড় দুর্গোৎসব হয় পুরনো ঢাকার প্রাচীনতম ঢাকেশ্বরী মন্দিরে৷ প্রতিবারের মতো এবারও ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপ্রতিমা গড়েছেন সুকুমার পাল৷ বাংলাদেশের সবকটি পুজো কমিটির অফিস আবার এই ঢাকেশ্বরী মন্দিরে৷ ভারতের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে বিশিষ্টজনেরা ঢাকা এলে একবার অন্তত ঢাকেশ্বরী মন্দিরটি বেড়িয়ে যান৷ ব্যতিক্রম ঘটেনি ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকা সফরের সময়েও৷

কথিত আছে, রাজা বল্লাল সেন বুড়িগঙ্গার পাড়ের জঙ্গলে দেবীদুর্গার একটি বিগ্রহ পান৷ সেটি স্থাপন করে তিনি সেখানে একটি মন্দির নির্মাণ করেন৷ বিগ্রহটি জঙ্গলে ঢাকা অবস্থায় ছিল বলে দেবীর নাম হয় ‘ঢাকেশ্বরী’৷ আর মন্দিরটিও পরিচিতি পায় ঢাকেশ্বরী নামে৷ অনেক ঐতিহাসিকের মতে ঢাকেশ্বরী থেকেই ঢাকা নামের উৎপত্তি৷ বর্তমানে এখানে ৪টি শিবমন্দির আছে৷ এর নির্মাণশৈলী অনেকটা বৌদ্ধ মন্দিরের মতো৷ এগুলো তৈরি করেছিলেন সেনাপতি মান সিংহ৷ ষোড়শ শতকে তিনি এখানে শিবলিঙ্গ স্থাপন করে মন্দির ৪টি নির্মাণ করেন৷ অদূরেই বেশ পুরনো সোহরাওয়ার্দি উদ্যানেই (রেসকোর্স) রমনা কালী মন্দির৷ ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রমনা কালী মন্দিরেও ঘটা করে হয় দুর্গোৎসব৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ