Advertisement
Advertisement
S Jaishankar

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হবেই ভারত, অস্ট্রেলিয়ায় গিয়ে দাবি জয়শংকরের

ভারত বহু রাষ্ট্রের সম্মিলিত স্বার্থকে বহন করছে, বলেন বিদেশমন্ত্রী।

EAM Jaishankar Says India will Surely get security Council seat | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 12, 2024 11:23 am
  • Updated:February 12, 2024 11:23 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হবেই ভারত, অস্ট্রেলিয়া (Australia) সফরে গিয়ে বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। বিদেশের মাটিতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় আত্মবিশ্বাসী বিদেশমন্ত্রী জানান, বিষয়টি একশো শতাংশ নিশ্চিত। তবে ওই প্রাপ্তি সহজ হবে না। যেহেতু একাধিক রাষ্ট্র চায় না নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হোক ভারত।

দুদিনের সফরে গতকাল পার্থ শহরে ছিলেন জয়শংকর। সেখানে প্রবাসী ভারতীয় সঙ্গে আলাপচারিতায় জানান, ভারত নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পাবেই। তিনি বলেন, “এই (স্থায়ী সদস্যপদের) বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত আমি।” এইসঙ্গে জানান, কাজটা যথেষ্ট কঠিন। কড়া প্রতিযোগিতা জিততে হবে। বলেন, “অনেকেই আমাদের আটকাতে চাইবে।” তবে স্থায়ী সদস্যপদ পাওয়ার ব্যাপারে আগের চেয়ে আত্মবিশ্বাসী তিনি। জানান, পাঁচ বা দশ বছর আগে এতটা আত্মবিশ্বাসী ছিলেন না।

Advertisement

[আরও পড়ুন: পুরনোতেই আস্থা, রাজ্যসভায় বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য]

নিজের বক্তব্যে জয়শংকর এদিন বুঝিয়ে দেন, ভারত বহু রাষ্ট্রের সম্মিলিত স্বার্থকেই বহন করছে। কোভিড পরবর্তীকালে আন্তর্জাতিক কূটনীতিতে একাধিক রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছে নয়াদিল্লি। কোভিডের টিকা তৈরি করে বিশ্বকে দিশা দেখিয়েছিল ভারত। বিদেশমন্ত্রী বলেন, ‘‘আমি গোটা বিশ্বে যখন ঘুরে বেড়াই অনেকেই বলেন, আপনারা যা বলতে পারেন আমরা তা পারি না। আমাদের বহু রকমের বাধ্যবাধকতা রয়েছে।’’ জয়শংকরের দাবি, বর্তমান পরিস্থিতিতে অনেক রাষ্ট্রই চায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হোক ভারত।

 

[আরও পড়ুন: পাকিস্তান আছে পাকিস্তানেই! বেলুন নয়, ভোটে জিতে কন্ডোম উড়িয়ে উদযাপন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement