Advertisement
Advertisement
George Floyd

তাঁরই হাঁটুর চাপে প্রাণ হারান কৃষ্ণাঙ্গ ফ্লয়েড, জেলে ছুরিকাঘাত সেই পুলিশকর্মীকেই

আমেরিকায় কৃষ্ণাঙ্গ বিদ্বেষের শিকড় অত্যন্ত গভীর।

Ex-officer Derek Chauvin, convicted in George Floyd’s killing, stabbed in prison। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:November 25, 2023 12:00 pm
  • Updated:November 25, 2023 12:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলেই ছুরিকাঘাত করা হল আমেরিকার মিনিয়াপোলিসের প্রাক্তন পুলিশ আধিকারিক ডেরেক শভিনকে। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। তার পর থেকে এরিজোনার টাক্সন জেলে বন্দি রয়েছেন শভিন।    

সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় সাড়ে ১২টা নাগাদ টাক্সন জেলে হামলা করা হয় শভিনের উপর। ছুরি দিয়ে আঘাত করা হয় তাঁকে। কে এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি জেল কর্তৃপক্ষ। আহত প্রাক্তন ওই পুলিশ আধিকারিককে হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে টাক্সন জেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে।  

Advertisement

[আরও পড়ুন: বৈঠকে ভারত-বাংলাদেশের বিদেশ সচিব, উত্তর-পূর্বে সন্ত্রাসের মেঘ দেখছে দিল্লি?]

উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে আমেরিকার একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, মিনিয়াপোলিসের পুলিশ আধিকারিক ডেরেক শভিন হাঁটু দিয়ে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের শ্বাসরোধ করে রেখেছেন। জর্জ ফ্লয়েড বারংবার অনুরোধ করছিলেন শভিনের কাছে যে তিনি শ্বাস নিতে পারছেন না। কিন্তু শভিন হাঁটু সরাননি। প্রায় সাড়ে নমিনিট এভাবে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন ফ্লয়েড। এর পরই গোটা বিশ্বে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন শুরু হয়। সেই চাপে অভিযুক্ত শভিনের ২০ বছরের জেল হয়। সেই সাজা মোতাবেক টাক্সন জেলে দিন কাটাচ্ছিলেন শভিন। এবার সেখানেই আক্রান্ত হলেন তিনি।  

Advertisement

বলে রাখা ভালো, আমেরিকায় কৃষ্ণাঙ্গ বিদ্বেষের শিকড় অত্যন্ত গভীর। বারে বারে ফিরে এসেছে জর্জ ফ্লয়েডের স্মৃতি। ২০২২ সালে গুলি করা হয় জর্জ ফ্লয়েডেরই চার বছরের নাতনি আরিয়ানাকে। জটিল অস্ত্রপোচার করে প্রাণ বাঁচানো সম্ভব হয় খুদের। এর পর চলতি বছরের জুলাই মাসে ক্যালিফোর্নিয়ায় এক কৃষ্ণাঙ্গ মহিলাকে মাটিতে ছুঁড়ে ফেলে তাঁর মুখে গোলমরিচ স্প্রে করে দেওয়ার অভিযোগ ওঠে মার্কিন পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়। যা ঘিরে নিন্দার ঝড় ওঠে সর্বত্র।  

[আরও পড়ুন: জেলমুক্ত ৩৯ প্যালেস্তিনীয়, দর কষাকষির লড়াইয়ে ইজরায়েল-হামাস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ