BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

ইমরান খানের মিছিলে হামলা, গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী হাসপাতালে

Published by: Paramita Paul |    Posted: November 3, 2022 5:07 pm|    Updated: November 3, 2022 8:09 pm

Former Pakistan PM Imran Khan shot at rally | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমরান খানের (Imran Khan) মিছিলে বন্দুকবাজের হামলা। গুরুতর আহত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। শুধু প্রাক্তন পাক প্রধানমন্ত্রীই নন, জখম হয়েছেন তাঁর দলের অন্তত ১৫ জন। ইতিমধ্যে নভেদ বশির নামে বন্দুকবাজকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এই হামলা তাও স্পষ্ট নয়।

 

বৃহস্পতিবার ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (PTI) ‘রিয়েল ফ্রিডম’ মিছিল চলছিল। হুড খোলা গাড়িতে ছিলেন দলের নেতা ইমরান। ওয়াজিরাবাদের জাফর আলি চকের কাছে  আচমকাই গুলি চলে। সূত্রের খবর, পিটিআই প্রধানের গাড়ির লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হন ইমরান। পাকিস্তানের (Pakistan) সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর ডান পায়ে কমপক্ষে ৪-৫টি গুলি লেগেছে। সঙ্গে সঙ্গে ইমরানের পায়ে ব্যান্ডেজ বেঁধে এসইউভি গাড়িতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে লাহোরে। শুরু হয়েছে চিকিৎসা।

 

[আরও পড়ুন: ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে যুবক, পাশে সংজ্ঞাহীন লিভ ইন পার্টনার, সল্টলেকে তীব্র চাঞ্চল্য]

 

পিটিআই সেনেটর ফয়জল আহমেদ জানিয়েছেন, এদিনের হামলায় দলীয় এক নেতার মৃত্যুও হয়েছে। জখম হয়েছেন বহু নেতা-কর্মী। 

 

 

ইমরানের উপর হামলার ঘটনায় নিন্দা করেছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পিছিয়ে দিয়েছেন সাংবাদিক সম্মেলন। তিনি তাঁর মন্ত্রিসভার অন্তর্বর্তী মন্ত্রী রানা সানাউল্লাহকে পাঞ্জাব প্রদেশের সচিব ও আইজিপির কাছ থেকে রিপোর্ট তলব করার নির্দেশ দিয়েছেন। এদিকে কীভাবে এই ঘটনা ঘটল, কারা এর সঙ্গে জড়িত তা জানতে ওয়াজিরাবাদের আইজিপির থেকে তড়িঘড়ি রিপোর্ট তলব করেছে পাঞ্জাব প্রদেশ প্রশাসন। 

 

 

[আরও পড়ুন: খারিজ প্রাণরক্ষার আরজি, লালকেল্লা হামলার মূল চক্রী আরিফের মৃত্যুদণ্ড বহাল রাখল সুপ্রিম কোর্ট]

তবে এটাই প্রথমবার নয়। ইতিপূর্বে ২০০৭ সালেও রাওয়ালপিণ্ডিতে প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ ইমরান খানের উপর হামলা হয়। ২০২২ সালে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে