Advertisement
Advertisement
Japan Prime Minister

দায়িত্ব শেষ ইওশিহিদে সুগার, পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিল জাপান

গত বছর সেপ্টেম্বর মাস থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন সুগা।

Fumio Kishida will become Japan's next prime minister | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:September 29, 2021 9:10 pm
  • Updated:September 30, 2021 7:11 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাবতীয় জল্পনার অবসান। জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন প্রাক্তন বিদেশ মন্ত্রী ফিউমিও কিশিদা (Fumio Kishida )। বর্তমান প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগার (Yoshihide Suga) বদলে প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন কিশিদা। গত বছর সেপ্টেম্বর মাস থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন সুগা।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (Liberal Democratic Party) নতুন নেতা হিসেবে আগামী সোমবার সংসদে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন কিশিদা। তাঁর দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও তাদের জোটসঙ্গীরা সংসদে সংখ্যাগরিষ্ঠ। সেক্ষেত্রে নেতা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা কম। প্রথম ধাপে দুই মহিলা প্রতিদ্বন্দ্বী সেনেই তাকাইচি ও সেইকো নোদাকে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে পিছনে ফেলেন কিশিদা। প্রধানমন্ত্রীর কুরসি নিয়ে দেশের ওপর মন্ত্রী তারো কোনোর (Taro Kono) সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষমেষ তাঁকে ছাপিয়ে এগিয়ে গেলেন ফিউমিও কিশিদা।

Advertisement

[আরও পড়ুন: ভারত ও আফগানিস্তানের মধ্যে চালু হোক বিমান পরিষেবা, চিঠিতে আরজি তালিবানের]

জাপানের (Japan) রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে ফিউমিও কিশিদা জাপানে এখনও বিপুল জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। দেশের রাজনীতিতে নরমপন্থী ভাবমূর্তির জন্যই তিনি পরিচিত। লিবারেল ডেমোক্রেটিক পার্টির বেশ কিছু হেভিওয়েট নেতাদের সমর্থন তাঁর ওপর থাকার ফলেই বাকিদের তিনি পিছনে ফেলে দিয়েছেন বলে মনে করা হচ্ছে। করোনা টিকা (covid vaccine) বন্টনের দায়িত্ব থাকা মন্ত্রী তারো কোনো জাপানের রাজনীতিতে উদীয়মান তারকা হিসেবে উঠে আসছিলেন। তাঁর জনপ্রিয়তাও দিন দিন বাড়ছিল। কোনোর এই দ্রুত উত্থান অনেকেই ভালোভাবে নেয়নি, সেই কারণেই কিশিদা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে কোনোকে দমানোর চেষ্টা করা হয়েছে বলেই মনে করেন সে দেশের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

Advertisement

মনে করা হচ্ছে বেশ কঠিন সময়েই প্রধানমন্ত্রীর গুরু দায়িত্ব নিতে চলেছেন ৬৪ বছর বয়সী কিশিদা। ক্রমবর্ধমান করোনা সংক্রমণ এবং সেই জন্য ব্যবসায় ঘাটতির কারণে বেশ কিছুটা সংকটের মুখে রয়েছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি। এছাড়া করোনা আবহে টোকিও অলিম্পিক আয়োজন করায় দেশের শাসক দলের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে। সেই সমস্ত কিছুর সঙ্গেই লড়াই করতে হবে তাঁকে। একই সঙ্গে একজন মধ্যপন্থী নেতা হিসেবে তিনি জাপানের বিদেশ নীতি ও অভ্যন্তরীণ নীতি রূপায়ণ করবেন। চিন, আমেরিকার মতো দেশ গুলির ক্ষেত্রেও জাপানের বিদেশ নীতির কোনো বদল হয় কিনা সেই দিকেও নজর রাখছে সংশ্লিষ্ট মহল।

[আরও পড়ুন: মুখ খুলেছিলেন নারীদের যৌন হেনস্তা নিয়ে, নিখোঁজ চিনের মহিলা সাংবাদিক! বাড়ছে রহস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ