Advertisement
Advertisement

Breaking News

Hillary Clinton

‘ভোট চুরি করে ফের ক্ষমতায় আসতে পারেন ট্রাম্প’, বিস্ফোরক হিলারি ক্লিন্টন

ডোনাল্ড ট্রাম্প একজন ভয়ানক মানুষ বলেও দাবি করেন তিনি।

Hillary warns of Trump trying to ‘sneak or steal his way’ to a second term

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:August 20, 2020 7:44 pm
  • Updated:August 20, 2020 7:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সতর্কতা অবলম্বন না করলে ডোনাল্ড ট্রাম্প ভোট চুরি করে ফের আমেরিকার ক্ষমতায় ফিরতে পারেন বলে মন্তব্য করলেন হিলারি ক্লিন্টন (Hillary Clinton)। এপ্রসঙ্গে ২০১৬ সালের নির্বাচনের কথাও মনে করিয়ে দেন তিনি।

সোমবার থেকে ডেমোক্রেটিক দলের জাতীয় কনভেনশন শুরু হয়েছে। বুধবার নিউ ইয়র্কের বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের রাষ্ট্রপতি প্রার্থী জো বিডেনের সমর্থনে বক্তব্য রাখেন হিলারি ক্লিন্টন। বলেন, ‘আমি ভেবেছিলাম ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) একজন ভাল প্রেসিডেন্ট হবেন। কিন্তু, দুঃখের বিষয় হল তিনি পদে বসার আগে যা ছিলেন পরেও তাই রয়ে গেলেন। গত চার বছর ধরে মানুষ আমাকে বলেছেন যে উনি কতটা ভয়ানক তা আমি বুঝতে পারিনি। আমার মনে আমেরিকা যুক্তরাষ্ট্রের এমন একজন রাষ্ট্রপতি দরকার যাঁর ধৈর্য্য থাকবে। নির্দিষ্ট লক্ষ্য অনুসরণ করে যিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমার মনে হয় জো বিডেনের মধ্যে সেই যোগ্যতা রয়েছে।’

Advertisement

[আরও পড়ুন: পুতিন বিরোধী রুশ নেতার ‘চায়ে বিষ’, উসকে দিল লিতভিনেঙ্কো হত্যার স্মৃতি ]

এরপরই ২০১৬ সালের নির্বাচনের প্রসঙ্গ উত্থাপন করে ওই বছরের ডেমোক্র্যাট প্রার্থী হিলারি। ট্রাম্পের থেকে ২৯ লক্ষের বেশি পুপলার ভোট পেলেও ইলেক্টরাল ডেলিগেটদের ভোটের জন্য হার স্বীকার করতে হয়েছিল তাঁকে। সেই কথা উল্লেখ করেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিন্টনের স্ত্রী বলেন, ‘জো বিডেন ও কমলা হ্যারিস ৩০ লক্ষের বেশি ভোট পেলেও হেরে যেতে পারেন। কারণ যে কোনও মূল্যে এই নির্বাচন জিততে চাইবেন ট্রাম্প। দরকার পড়লে এর জন্য তিনি ভোট চুরি করতেও পিছপা হবেন না। তাই সবাইকে অনুরোধ করব ঐক্যবদ্ধ হয়ে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিন। ‘

Advertisement

[আরও পড়ুন: ভারতকে চাপে রাখার চেষ্টা, পাকিস্তানকে মুসলিম দুনিয়ার নেতা বানাতে চাইছে চিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ