Advertisement
Advertisement

Breaking News

মার্কিন মুলুকে আছড়ে পড়ল হ্যারিকেন ফ্লোরেন্স, প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা

ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে ভয়ংকর এই ঘূর্ণিঝড়৷

Hurricane Florence moves towards Carolinas, risk on the US
Published by: Tanujit Das
  • Posted:September 14, 2018 4:21 pm
  • Updated:September 14, 2018 4:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা সত্যি করে মার্কিন মুলুকের ক্যারোলিনায় তাণ্ডব দেখাতে শুরু করল হ্যারিকেন ফ্লোরেন্স৷ শক্তিবৃদ্ধি করে ইতিমধ্যেই ক্যারোলিনার উত্তর ও দক্ষিণাংশে প্রভাব বিস্তার করতে শুরু করেছে এই ঘূর্ণিঝড়৷ ইতিমধ্যেই ওই এলাকা থেকে কম বেশি ১৫ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, সমগ্র এলাকায় এখন ঝোড়ো হাওয়া বইছে৷ সমুদ্রেও দেখা দিয়েছে প্রবল জলোচ্ছ্বাস৷

[পরপর ৭০টি বিস্ফোরণে কাঁপল বস্টন, আগুনের গ্রাসে বিস্তীর্ণ এলাকা]

Advertisement

 

আমেরিকার ইতিহাসে অন্যতম ভয়ংকর ঘূর্ণিঝড় বলে চিহ্নিত করা হয়েছে হ্যারিকেন ফ্লোরেন্সকে৷ একে ‘ক্যাটাগরি-৫’ অর্থাৎ সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছে মার্কিন আবহাওয়া দপ্তর৷ যদিও হ্যারিকেন ফ্লোরেন্সের লড়াই করার ক্ষমতা তাঁদের রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ক্যারোলিনাবাসীকে আতঙ্কিত না হওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি৷ জানা গিয়েছে, ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ক্যারোলিনার উপর আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়৷ ক্যারোলিনা ছাড়াও সতর্কতা জারি করা হয়েছে ভার্জিনিয়ার বেশ কিছু এলাকায়৷ যেকোনও ধরনের দুর্ঘটনা আটকাতে তৎপর প্রশাসন৷ ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা নাগরিকদের জন্য ব্যবস্থা করা হয়েছে অতিরিক্ত খাবার ও জলের৷ আপদকালীন পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকতে বলা হয়েছে সেনাকে৷

[হিন্দু ও বৌদ্ধদের যৌথ বিরোধিতা, মন্দিরে পশুবলি বন্ধ করছে এই প্রতিবেশী দেশ]

আবহাওয়াবিদদের মতে, যেকোনও ঘূর্ণিঝড়ের শক্তিবৃদ্ধিতে সাহায্য করে উষ্ণতা৷ তাপমাত্রা বাড়লে শক্তিবৃদ্ধি পায় ঝড়ের৷ এক্ষেত্রে হ্যারিকেন ফ্লোরেন্সের যাত্রা পথের একটা বড় এলাকার উষ্ণতা ছিল ৩০ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস৷ এই হ্যারিকেনের গতিপথে ছয়টি পারমাণবিক চুল্লি পড়তে চলেছে৷ সেইগুলিকে রক্ষা করা প্রশাসনের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ