১৪ আশ্বিন  ১৪৩০  সোমবার ২ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

রুশদির পর এবার নিশানায় তসলিমা! নতুন করে প্রাণনাশের হুমকি পাওয়ায় আতঙ্কে লেখিকা

Published by: Sulaya Singha |    Posted: August 17, 2022 9:04 am|    Updated: August 17, 2022 9:25 am

I'm disturbed by new threats made against me, says Taslima Nasrin | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কে সদ্য ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত সলমন রুশদি। মৃত্যুর সঙ্গে পাঞ্জাব লড়ছেন বিখ্যাত সাহিত্যিক। পরবর্তী নিশানা তিনি নন তো? এই ভেবেই বেশ অস্বস্তিতে তসলিমা নাসরিন। নিজেই জানিয়েছেন, বারবার প্রাণনাশের হুমকিতে তিনি আতঙ্কিত।

ধর্মীয় ইস্যুতে মুখ খুলে বহুবার বিপাকে পড়তে হয়েছে বাংলাদেশি লেখিকাকে। তাঁর বিরুদ্ধে কখনও জারি হয়েছে ফতোয়া তো কখনও ধার্য হয়েছে মাথার দাম। কিন্তু সলমন রুশদির ঘটনার পর যেন একটু বেশিই চিন্তিত হয়ে পড়েছেন ‘সাহসী’ তসলিমা। কারণ গত ১৩ আগস্ট পাকিস্তানে এক বিরাট সভায় মুসলিম ধর্মগুরু নতুন করে তসলিমাকে (Taslima Nasreen) ‘হত্যা’র কথা উল্লেখ করেছেন!

[আরও পড়ুন: প্রাথমিকে শূন্যপদ কত? পর্ষদের দেওয়া তথ্যে গরমিল, রিপোর্ট তলব হাই কোর্টের]

পাকিস্তানে যেভাবে  তাঁর নাম করে খুনের হুমকি দেওয়া হয়েছে, তা নিয়ে উদ্বেগে তসলিমা। লেখিকা বলেন, “এর আগেও আমার বিরুদ্ধে অনেক ফতোয়া জারি হয়েছে। কিন্তু এমন ভরা জনসভায় প্রথমবার আমার নাম উল্লেখ করে আমাকে হত্যার কথা বলা হল। এই ঘটনার পর কে না আতঙ্কিত হবে? আমার টুইটার অ্যাকাউন্টে চোখ রাখলেই বুঝতে পারবেন, রুশদির ঘটনার পর অনেকেই লিখছে, পরবর্তী নিশানা আমি। টুইটগুলো রেখে দেওয়া উচিত নাকি মুছে ফেলব, বুঝতে পারছি না। হয়তো রেখে দেওয়াই ভাল। কারণ আমার সঙ্গে সত্যিই এমন কিছু ঘটে গেলে মানুষ অন্তত জানতে পারবে। আমারও নিরাপত্তা রয়েছে। কিন্তু রুশদির যা হল, তারপর তো নিরাপত্তাহীনতা অনুভূত হতেই পারে।”

উল্লেখ্য, ১৫ আগস্ট তসলিমার একটি টুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। ‘‘তোমরা মানুষ খুন করো?’’ স্বাধীনতা দিবসে এমনই একটি টুইট করেছিলেন তসলিমা। সেখানেই জনৈক জেন শেখের টুইট জুড়ে তিনি তুলে ধরেছিলেন তাঁকে হুমকি দেওয়ার বিষয়টি। ওই টুইটে তিনটি ছুরির ছবি দিয়ে তসলিমাকে ট্যাগ করে লেখা ছিল ‘‘পরের নিশানা তুমি।’’ আসলে সলমন রুশদি ছুরিকাহত হওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, এমন আঁটসাট নিরাপত্তার বেড়াজাল ভেদ করে রুশদির উপরে সফলভাবে হামলা করার পরে মৌলবাদীরা উল্লসিত হয়ে নতুন উদ্যমে ঝাঁপাবে। তারপরই প্রাণনাশের হুমকি পান তিনিও।

 

[আরও পড়ুন: মাদক ঘিরে গোলমাল, ‘বন্ধু’র ছুরির আঘাতে খুন যুবক, গ্রেপ্তার অভিযুক্ত]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে