Advertisement
Advertisement
FATF

FATF-এর কালো তালিকায় নাম উঠলেই ধ্বংস হবে পাকিস্তানের অর্থনীতি, আতঙ্কিত ইমরান

দীর্ঘদিন ধরে জঙ্গিদের মদত দেওয়ার ফল, বলছেন বিশেষজ্ঞরা।

our economy will be destroyed if this happens: Imran Khan
Published by: Soumya Mukherjee
  • Posted:August 28, 2020 8:37 pm
  • Updated:August 28, 2020 8:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ পুলওয়ামা হামলার চার্জশিট জমা দিতেই প্রবল চাপে পড়েছে পাকিস্তান। শুক্রবার তারই প্রমাণ পাওয়া গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যে। আগামী অক্টোবরে যদি আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী আর্থিক সংস্থা এফএটিএফ (FATF) -এর কালো তালিকায় তাদের নাম ওঠে, তাহলে পাকিস্তানের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শুক্রবার এপ্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘গত ২ বছর ধরে আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী আর্থিক সংস্থা এফএটিএফের কালো তালিকায় পাকিস্তানের নাম তোলার জন্য প্রবল চেষ্টা করছে ভারত। যদি তাদের সেই প্রচেষ্টা সফল হয় তাহলে পাকিস্তানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে। ইরানের যেরকম অবস্থা হয়েছে আমাদেরও সেই হাল হবে।’

Advertisement

[আরও পড়ুন: এ কেমন তদন্ত? করোনার উৎসস্থল ইউহানেই গেল না WHO’র বিশেষজ্ঞরা]

এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে দেশের বিরোধী রাজনৈতিক নেতাদেরও তীব্র সমালোচনা করেন ইমরান খান। তাঁর সরকার এফএটিএফের নির্দেশ মেনে দেশে সন্ত্রাসবাদ বিরোধী আইন প্রণয়নের চেষ্টা করলেও বিরোধী নেতারা তাতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন। তিনি বলেন, ‘নিজেদের কালো টাকা ও সম্পত্তি বাঁচানোর স্বার্থে বিরোধী নেতারা ওই সংক্রান্ত আইন পাশ করাতে দিচ্ছেন না। এর ফলে দেশের মানুষরা এখন যে মুদ্রাস্ফীতির কথা আলোচনা করছেন তা ভয়াবহ আকার ধারণ করবে। এর প্রভাবে আমাদের দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।’

Advertisement

[আরও পড়ুন: চিনের মদতে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিটে শিখদের নির্বিচারে খুন করছে ইমরানের প্রশাসন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ