Advertisement
Advertisement

Breaking News

এবার মিশন মায়ানমার, রোহিঙ্গা জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা

রাজনাথের উল্লেখিত তৃতীয় স্ট্রাইক কি এটাই? তুঙ্গে জল্পনা৷

 India-Myanmar launched joint anti-terror operation
Published by: Tanujit Das
  • Posted:March 15, 2019 5:37 pm
  • Updated:March 15, 2019 5:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হানার পর, পাকভূমিতে ঢুকে প্রত্যাঘাত করেছে ভারতীয় বায়ুসেনা৷ বালাকোট, মুজফ্ফরপুর ও চাকোতিতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গি প্রশিক্ষণ শিবির৷ যা নিয়ে তুঙ্গে চর্চা৷ কিন্তু কেবল পাকভূমিতে নয় সূত্রের খবর, সকলের অজান্তে এযাবৎকালে দেশের পূর্বপ্রান্তেও বড়সড় সন্ত্রাসদমন অভিযান সেরে ফেলেছে ভারতীয় সেনা৷ ইন্দো-মায়ানমার সীমান্তে গজিয়ে ওঠা একাধিক রোহিঙ্গা ও খাপলাং জঙ্গিঘাঁটি ধ্বংস করে এসেছে তাঁরা৷ গত ১৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত মায়ানমার সেনার সঙ্গে যৌথ ভাবে ওই সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে ভারতীয় সেনা৷

[বিশবাঁও জলে বোয়িং, স্থগিত ৭৩৭ ম্যাক্স এইট-এর জোগান ]

Advertisement

জানা গিয়েছে, দু’দেশের সেনার ওই যৌথ অভিযানে ধ্বংস হয়েছে রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরাকান আর্মি ও এনএসসিএন-খাপলাং সংগঠনের একাধিক গুপ্তঘাঁটি৷ ইন্দো-মায়ানমার সীমান্তে গজিয়ে ওঠা ওই রোহিঙ্গা জঙ্গিদের ঘাঁটিগুলি মায়ানমার-সহ ভারতের উত্তর-পূর্বাংশের নিরাপত্তার জন্যও বড় আশঙ্কার বিষয়৷ মায়ানমারের পাশাপাশি, ভারতের উত্তর-পূর্বাংশের একাধিক রাজ্যে নাশকতার পরিকল্পনা করছিল এরা৷ এদের টার্গেটে ছিল ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ‘কালাদান প্রজেক্ট’৷ যার সাহায্যে আসিয়ান দেশগুলির সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে ভারত৷ স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই বিষয়ে নির্দিষ্ট ইন্টেলিজেন্স ইনপুটও ছিল৷ ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই রোহিঙ্গা জঙ্গিদের নির্মূল করতে ময়দানে নামে ভারত-মায়ারমার সেনা৷ সকলেরই অলক্ষ্যেই গুঁড়িয়ে দেওয়া হয় সামান্তবর্তি রোহিঙ্গা জঙ্গি ঘাঁটিগুলিকে৷

Advertisement

[ভেড়া বলে প্যাকেটে গরুর মাংস, ক্ষতিপূরণ চাইলেন প্রবাসী হিন্দু]

জানা গিয়েছে, মায়ানমারের উত্তরাংশের রাজ্য কাচিন প্রদেশে আরাকান আর্মিকে প্রশিক্ষণ দিচ্ছিল সেখানকার স্থানীয় একটি জঙ্গি সংগঠন৷ সূত্রের খবর, দুটি ভাগে চালান হয় এই সন্ত্র্রাসদমন অভিযান৷ প্রথম ক্ষেত্রে ধ্বংস করা হয় মিজোরাম লাগোয়া রোহিঙ্গা জঙ্গিদের ঘাঁটিকে৷ তারপর গুঁড়িয়ে দেওয়া হয় তাগা এলাকায় এনএসসিএন-খাপলাং জঙ্গিদের ঘাঁটিকে৷ ওয়াকিবহাল মহলের মতে, সম্ভবত এই সন্ত্রাসদমন অভিযানেরই ইঙ্গিত দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ একটি সভায় তিনি জানিয়েছিলেন, তিনটে স্ট্রাইক করেছে ভারতীয় সেনা৷ দুটোর কথা মানুষ জানলেও, একটার কথা তিনি জানাবেন না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ